New Zealand: বয়স মাত্র ২১ বছর, নিউজিল্যান্ড পার্লামেন্টের ভাষণে আগুন ঝড়ালেন কনিষ্ঠতম MP, কে তিনি?

নিউজিল্যান্ডের কনিষ্ঠতম এমপি মাইপি ক্লার্কে। পার্লামেন্টে তাঁর প্রথম বক্তব্যেই আগুন ঝড়ালেন তিনি। নিউজিল্যান্ড সরকারের পলিসির বিরুদ্ধেই মুখ খুললেন তিনি। সেই দেশের নানা ধরনের বাসিন্দাদের সঙ্গে কী ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয় সেটাই তুলে ধরেছেন তিনি।

মাইপি ক্লার্কে হলেন মাওরি সম্প্রদায়ভুক্ত। ১৮৫৩ সাল থেকে আজ পর্যন্ত নিউজিল্যান্ডের ইতিহাসে তিনি কনিষ্ঠতম এমপি। গতবছর তিনি ভোটে জিতেছিলেন। হাউরাকি-ওয়াইকাতো সংসদ এলাকা থেকে তিনি ভোটে জিতেছিলেন। মাত্র ২১ বছর বয়সে জয়ী হয়েছেন তিনি।

পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে ওই এমপি জানিয়েছেন, আমি তোমার জন্যই মরব। আমি তোমার জন্যই বাঁচব। নিউজিল্যান্ড হেরাল্ডে তাঁর সেই বক্তব্যের অংশ তুলে ধরা হয়েছে। আর সেই ভাষণ শুনে অনেকেই অভিভূত। 

কিন্তু এই হানা রাওহিতি মাইপি ক্লার্কে আসলে কে?

বয়স মাত্র ২১ বছর। অকল্যান্ড আর হ্যামিলটনের মাঝে একটা ছোট্ট শহর হান্টলি থেকে উঠে এসেছেন তিনি। রাজনীতি করেন তিনি। তার বাইরেও আরও নানা ধরনের কাজ করেন তিনি। তিনি স্কুল পড়ুয়াদের বাগান করার কাজও শেখান।

তবে মাত্র ২১ বছর বয়সে তিনি যে বক্তব্য রেখেছেন তা গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো। নিউজিল্যান্ডের নানা বৈষম্যকে তুলে ধরেন। মূলত তিনি সেখানকার আদিবাসীদের উন্নতি, তাঁদের অধিকার রক্ষার প্রতি সওয়াল করেন। মাইপির দাদু তাইতিমু মাইপি দেশীয় মানুষদের অধিকার রক্ষার জন্য সওয়াল করতেন। তিনি এনজিএ টামাটোয়া সম্প্রদায়ের মানুষ ছিলেন।

মাওরি ভাষার প্রতি অত্যন্ত ভালোবাসা রয়েছে ওই এমপির। তাঁর সম্প্রদায়ের যে নতুন প্রজন্ম রয়েছে তাদের প্রতিও তিনি দায়বদ্ধ। তাঁদের অভাব অভিযোগের কথা তিনি তুলে ধরেছেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি অত্যন্ত সক্রিয়। তাঁর প্রায় ২০,০০০ ফলোয়ার্স রয়েছেন ইনস্টাগ্রামে। টিকটকেও তিনি বেশ জনপ্রিয়।