Ranji Trophy 2024: Cheteshwar Pujara Scores Stunning Century Against Jharkhand

রাজকোট: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে তিনি সুযোগ পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়েও তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ঘরোয়া ক্রিকেটে কিন্তু ব্যাট হাতে চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) দাপট অব্যাহত। সৌরাষ্ট্রর হয়ে ঝাড়খণ্ডের বিরুদ্ধে মরশুমের প্রথম রঞ্জি ট্রফি (Ranji Trophy 2024) ম্যাচে নেমেই প্রথম শ্রেণির ক্রিকেটে ৬১ তম শতরান হাঁকালেন তারকা ক্রিকেটার।

এলিট গ্রুপ ‘এ’-র ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৩৯ বলে অপরাজিত ১৫৭ রানের ইনিংস খেলেন পূজারা। তাঁর ইনিংস সাজানো ছিল ১৯টি চারে। চার নম্বরে ব্যাট করতে নেমে পূজারা ১৬২ বলে নিজের শতরান পূরণ করেন। তাঁর শতরান এবং ওপেনার হার্ভিক দেশাইয়ের ৮৫ রানের ইনিংসে ভর করেই দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর চার উইকেটের বিনিময়ে ৪০৬ রান। চিরাগ জানির পাঁচ উইকেটে ভর করে ঝাড়খণ্ডকে প্রথম ইনিংসে মাত্র ১৪২ রানে অল আউট করার পর সৌরাষ্ট্র আপাতত ২৬৪ রানে এগিয়ে রয়েছে। ম্যাচের রাশ যে সৌরাষ্ট্রের হাতে, তা বলাই বাহুল্য। 

 

অপরদিকে, রঞ্জিতে নিজেদের প্রথম ম্যাচেই চালকের আসনে বাংলাও। বিশাখাপত্তনমে অন্ধ্র প্রদেশের (BEN vs AP) বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০৯ রান তুলল বাংলা। জবাবে দ্বিতীয় দিনের শেষে অন্ধ্র প্রদেশের স্কোর ১১৯/৩। বাংলা এখনও এগিয়ে ২৯০ রানে। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেন অভিষে পোড়েল। এদিন ব্যাট হাতে লড়াকু ৭০ রান করে তিনি। ১২১ বলের ইনিংসে ছিল ৫টি চার ও জোড়া ছক্কা। ১২৬.২ ওভারে ৪০৯ রানে শেষ হয় বাংলার প্রথম ইনিংস। 

জবাবে ব্যাট করতে নেমে অন্ধ্র প্রদেশের ওপেনাররা ভাল শুরু করেন। ৬৪ রান যোগ করেন দুই ওপেনার। প্রদীপ্ত প্রামাণিক প্রথম ধাক্কা দেন অন্ধ্র প্রদেশ ইনিংসে। ৩৩ রান করে ফেরেন সি আর জ্ঞানেশ্বর। ৪১ রান করে মহম্মদ কাইফের বলে ফেরেন অপর ওপেনার প্রশান্ত কুমার। রঞ্জি ট্রফিতে মহম্মদ শামির ভাইয়ের প্রথম উইকেট। তবে বাংলা শিবিরের সুবিধা করে দেন আকাশ দীপ। দিনের শেষ বলে শেখ রশিদকে (৩২ রান) ফিরিয়ে দেন। দ্বিতীয় দিনের শেষে ১১৯/৩ স্কোর অন্ধ্রপ্রদেশের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: মেয়ের সঙ্গে খুনসুটি, সপরিবারে নৈশভোজ, চুটিয়ে ছুটি উপভোগ করছেন ধোনি