বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত ১০ জন

রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় আরও দুই দগ্ধকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে রোগীর সংখ্যা দাঁড়ালো ১০-এ। এর আগে এই দুজন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

তারা হচ্ছেন, ওয়াহিদা আক্তার (২৬) ও হালিমা বেগম (৫০)। বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। 

গত রাতে আসা শিশুসহ ৮ জনকে এইচডিইউ-তে রাখা হয়েছে। আহতদের মধ্যে সবারই কমবেশি শ্বাসনালীতে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আহত অন্যরা হচ্ছেন, ডেইজি আক্তার রত্না (৪০), তার স্বামী মো. ইকবাল হোসেন (৪৮) ও তাদের দুই ছেলে রেহান (৬) দিহান (১১)। এছাড়াও ডা. কৌশিক বিশ্বাস (৩২), নাফিজ আলম (২২),  মাসুদ রানা (৩১) ও আসিফ মো. খাঁন (৩০)।

এছাড়া ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অমিত দেবনাথ (২৭) নামে একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।