Ration strike call off: খাদ্যমন্ত্রীর আশ্বাসে উঠল রেশন ধর্মঘট, আজ থেকে স্বাভাবিক পরিষেবা

খাদ্যমন্ত্রী রথীন ঘোষের আশ্বাসে রাজ্যে রেশন ধর্মঘট উঠে গেল। শনিবার অর্থাৎ আজ থেকে ফেরে স্বাভাবিক হচ্ছে রেশন পরিষেবা। শুক্রবার রেশন ডিলারদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী জানিয়েছেন, তাদের যে কমিশন বাড়ানোর দাবি রয়েছে, তা নিয়ে একটি রিপোর্ট নবান্নে পাঠানো হবে। এরপর রাজ্যে রেশন ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন ডিলাররা। 

শুক্রবার বৈঠকে খাদ্যমন্ত্রী জানান, কমিশন বাড়ানোর বিষয়টি নিয়ে রাজ্যের বিশেষ কিছু করার নেই। দাবি জানাতে হবে কেন্দ্রের কাছে। কেন্দ্র যদি কমিশন বাড়ায় তবে তাতে ৫০% ভরতুকি রাজ্য দেওয়ার কথা ভাববে। তাই মন্ত্রীর পরামর্শ, রাজ্যের বিরুদ্ধে এভাবে আন্দোলন না করে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করা হোক।

এদিন বৈঠকে খাদ্যমন্ত্রী আরও জানান, ই-ওয়েয়িং স্কেল দিয়ে পরিমাপের যে সমস্যা তৈরি হয়েছে, তার সমাধানের জন্য ফিল্ড রিপোর্ট তৈরি করতে। ডিলারদের তথ্য নিয়ে সেই রিপোর্ট তৈরি করবে দফতর।

একই সঙ্গে ইপস মেশিনে স্টক নিয়ে গোলমালের অভিযোগ তোলেন ডিলাররা। তা নিরসনেও দফতরের আধিকারিকরা ডিলারদের সঙ্গে কথা বলেে রিপোর্ট তৈরি করবেন বলে জানান তিনি। 

এদিনের বৈঠকে ডিলাররা অভিযোগ করেন, ছোট-খাটো ইস্যু দেখিয়ে সাসপেন্ড এবং শোকজের করে করা হচ্ছে। মন্ত্রী আশ্বাস দেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন, শোকজ এবং সাসপেন্ডের তুলে নেওয়ার ব্যবস্থা করবেন। 

মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার পরই রেশন ধর্মঘট তুলে নেওয়ার কথা জানান রেশন ডিলাররা। 

কমিশন বৃদ্ধির দাবিতে গত মঙ্গলবার থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় রেশন ডিলাররা। এর ফলে রাজ্যের ১৮ হাজার রেশন দোকান থেকে গণবণ্টন বন্ধ ছিল। সারা দেশে তালা বোলে ৫ লক্ষেরও বেশি রেশন দোকানে। 

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘যত দিন না রেশন ডিলারদের মাসিক নূন্যতম ৫০ হাজার টাকা আয় সুনিশ্চিত হচ্ছে, ততদিন অন্য কোনও দায়িত্ব নেওয়া সম্ভব নয়।’ তিনি অভিযোগ করেন. পিডিএস কন্ট্রোলারের নামে রেশন দোকানদারদের উপর কার্যত মানসিক অত্যাচার করা হচ্ছে। এর প্রতিবাদের তাঁরা খাদ্যভবনের সামনে বিক্ষোভও দেখান।

তবে এর আগে খাদ্যমন্ত্রী কমিশন বাড়ানোর দাবি, কেন্দ্রের কাছে তোলার কথা জানিয়েছিলেন। এবারও সেই বার্তা দিলেন মন্ত্রী। তবে তিনি জানিয়েছেন. নবান্ন থেকে কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকে ডিলারদের দাবিগুলি পাঠানো হবে।