Sukanta Majumder: বিজেপি ক্ষমতায় এলে শাহজাহানের বাড়িতে বুলডোজার চলবে: সুকান্ত মজুমদার

বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে শাহজাহান শেখের বাড়িতে বুলডোজার চলবে। শনিবার জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, যারা শুক্রবার ইডি আধিকারিকদের ওপর হামলা চালিয়েছে তাদের সঙ্গে জামাত ও দেশ বিরোধী শক্তির যোগ রয়েছে।

সুকান্তবাবু বলেন, ‘সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে তাতে ভারতের সংবিধান ও সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ সহযোগিতায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েক জায়গায় এই ধরণের পকেট তৈরি হয়ে রয়েছে যেখানে জেহাদিদের দুরন্তপনা চলে। তারা কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের ওপর যে ভাবে আক্রমণ হেনেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এদের সঙ্গে জামাতের যোগাযোগ রয়েছে, ভারতবিরোধী শক্তির যোগাযোগ রয়েছে। এদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। এদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন না পারে ২ বছর অপেক্ষা করতে বলুন। বিজেপির সরকার আসছে। বিজেপির সরকার এলে ওই এলাকায় যারা এই ধরণের উপদ্রব করেছে তাদের উপযুক্ত ব্যবস্থা করবে। শুধু তাই নয়, যে বাড়ির তালা ভাঙতে গিয়ে এত ঝামেলা সেই বাড়ির ওপর ২০২৬ সালে বুলডোজার চলবে’।

সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘সুকান্তবাবু হঠাৎ করে নেতা হয়ে গিয়েছেন। ফলে কখন কী বলতে হয় ওনার জানা নেই। ওনার ভাষা সংযম অভ্যাস করা উচিত’।

বলে রাখি, মাস কয়েক আগে সিপিএম কর্মীদের পিঠের চামড়া ছাড়িয়ে জুতো তৈরির নিদান দিয়ে রাজ্যজুড়ে তুমুল ধিক্কারের মুখে পড়েছিলেন পদার্থবিদ্যার অবসরপ্রাপ্ত অধ্যাপক সৌগতবাবু।