R Ashwin Responds To Michael Vaughan’s Criticism Of India Being An Underachieving Team

নয়াদিল্লি: এক দশক ধরে ধারাবাহিক পারফর্ম করা সত্ত্বেও বারংবার আইসিসি খেতাব হাতছাড়া হয়েছে ভারতীয় দলের (Indian Cricket Team)। দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপেও টিম ইন্ডিয়া গোটা টুর্নামেন্ট জুড়ে দুরন্ত ফর্মে ছিল। নাগাড়ে ১০ ম্যাচ জিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে খেতাব হাতছাড়া হয়। সম্প্রতি ভারতীয় দলের খেতাব জয়ের ব্যর্থতা নিয়েই খোঁচা দিয়েছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan)। এবার তার পাল্টা দিলেন ভারতের তারকা স্পিনার আর অশ্বিন (R Ashwin)।

ভন সম্প্রতি এক সাক্ষাৎকার দাবি করেন যে ভারতীয় দলে যে পরিমাণ প্রতিভা রয়েছে তাতে ভারতের বিশেষ করে আইসিসি ইভেন্টে আরও ভাল পারফর্ম করা উচিত ছিল। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে ওরা তেমন কিছু জিততে পারেনি। আমরা মতে ওরা যোগ্যতা অনুযায়ী সাফল্য পায়নি। কিছুই তো জেতে না। কবে শেষবার কিছু জিতেছিল ওরা? ওদের দলে যে পরিমাণ প্রতিভা রয়েছে, যতটা দক্ষতা রয়েছে, ওদের কিছু জেতা উচিত ছিল।’

অশ্বিন এর জবাবে কোনও রাখঢাক না করেই বলেন, ‘মাইকেল ভন (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে) প্রথম টেস্টের পর এক বিবৃতিতে বলেন যে আমরা প্রতিভা অনুযায়ী সাফল্য পাইনি। হ্যাঁ, আমরা বহু বছর আইসিসি ট্রফি জিতিনি। তবে আমাদের টেস্ট দল বিশ্বের সেরা সফরকারী দলগুলির একটি। টেস্টে আমরা অনেক বড় সাফল্য পেয়েছি। ওঁর (ভন) বিবৃতির পর আমাদের দেশের বহু বিশেষজ্ঞও আমাদের দল নিয়ে প্রশ্ন তোলে। সত্যি বলতে আমরা এগুলো শুনে হাসিই পাচ্ছে।’

অশ্বিন আরও যোগ করেন, ‘এমনি ক্রিকেট আর টেস্ট ক্রিকেটের মধ্যে খুব এক সূক্ষ্ম একটা পার্থক্য আছে। ভারতের মতো দেশে যেখানে প্রতিটি অলগলিতে ক্রিকেট নিয়ে কথা হয়, ক্রিকেটকে ধর্মের মতো মানা হয়, সেখানে আমরা মনে হয় আমরা প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে অত্যাধিক চর্চা করি। আমরা মতে এগুলোর প্রয়োজন নেই। দিনের শেষে এটা তো একটা খেলা। দৃঢ় মানসিক শক্তিসম্পন্ন দল যে কোনও জায়গা থেকে ফিরে আসতে পারে এবং এই ভারতীয় দল বারবার সেটা প্রমাণ করেছে। হ্যাঁ, আমরা দুইটো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরেছি বটে। তবে টেস্ট সিরিজ়ে তো সবসময়ই প্রত্যাবর্তনের সুযোগ থাকে।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: টার্নিং ট্র্যাকেই বেয়ারস্টোদের আক্রমণের ছক কষবে ভারত? কী বলছেন উইকেট কিপার ব্যাটার?