‘অহংকারী বিজেপির বিরুদ্ধে ন্যায়ের জয়’, বিলকিস বানো মামলায় SC র রায়ে উচ্ছ্বসিত রাহুল সহ বিরোধীরা

বিলকিস বানো গণধর্ষণ মামলায় এদিন বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। গুজরাট সরকারের বিরুদ্ধে যাওয়া এই রায়ে দেশের শীর্ষ কোর্ট বলেছে, বিলকিস বানো ধর্ষণকাণ্ডে যে ১১ জনকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে, তাদের ফের জেলে পাঠাতে হবে। উল্লেখ্য, বিলকিস বানোর মামলায় দোষী ১১ জনকে ২০২২ সালের১৫ অগস্ট মুক্তি দেওয়া হয় জেল থেকে। এরপর সিপিএমের সুহাসিনী আলি সহ ৩ জন ও তৃণমূলের অধুনা বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র বিলকিসের হয়ে সওয়াল করে কোর্টে আলাদা আলাদা মামলা করেছিলেন। বিলকিস নিজেও একটি পিটিশন দাখিল করেছিলেন। এদিকে, বিলকিসের মামলায় সুপ্রিম কোর্টের রায় আসতেই বিরোধী শিবিরের নেতারা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘নির্বাচনী সুবিধা পেতে ন্যায়ের হত্যার প্রবৃত্তি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভয়ঙ্কর।’ তিনি তাঁর পোস্টের শেষে লেখেন, ‘বিচারের এই জয় অহংকারী বিজপি সরকারের বিরুদ্ধে ন্যায়ের জয়ের প্রতীক।’ কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, ‘ এই আদেশের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির নারীবিরোধী নীতির ওপর থেকে পর্দা সরে গেছে।’ তিনি আরও বলেন, ‘ এই আদেশের পর বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে। সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যাওয়ার জন্য বিলকিস বানোকে অভিনন্দন।’ এছাড়াও কংগ্রেসের পবন খেরা বলেন, বিলকিসের মামলায় ১১ দোষীকে ছেড়ে দেওয়ার ঘটনা মহিলাদের প্রতি বিজেপির উদাসীন মনোভাবের পরিচয়। তিনি তাঁর পোস্টে লেখেন, ‘এটা তাদের মুখে চড়, যারা এই অপরাধীদের বেআইনিভাবে মুক্তি দিতে সাহায্য করেছিল এবং যারা বিচারকে বুলডোজ করে দোষীদের মালা পরিয়ে তাদের মিষ্টি খাওয়ায়।’

এদিকে, এআইএমআইএমের প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি দাবি তুলেছেন, কেন্দ্র ও গুজরাটের বিজেপি সরকার যেন বিলকিস কণ্ডের জেরে ক্ষমা চায়। সিপিআইএমের নেত্রী বৃন্দা কারাত বলেন, ‘আমি বিলকিসকে স্যালুট জানাই, তার শক্তি, তার সাহসিকতাকে একজন ভিকটিম থেকে একজন সারভাইভারে এবং একজন নিপীড়িতা থেকে একজন যোদ্ধায় রূপান্তরিত করার জন্য যা এই দেশের সকল নারীর জন্য একটি উদাহরণ যা যৌন ও সাম্প্রদায়িক অপরাধের বিরুদ্ধে ন্যায়বিচারের জন্য লড়াই করছে।’ সিপিআইএমের সীতারাম ইয়েচুরি বলেন, ‘দীর্ঘ দুই দশক পর অবশেষে বিলকিস বানোর কাছে বিচার হচ্ছে বলে মনে হচ্ছে।’