Praveen Kumar Claim Everyone Especially Pakistan Bowlers Used To Ball Tamper

নয়াদিল্লি: ভারতের (Indian Cricket Team) হয়ে ৭৪টি (ছয়টি টেস্ট এবং ৬৮টি ওয়ান ডে) আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্রবীণ কুমার (Praveen Kumar)। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তিনি চর্চার আড়ালেই ছিলেন। তবে তাঁর সম্প্রতি এক মন্তব্য ক্রিকেটবিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। শিরোনাম কেড়ে নিয়েছেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার। কী সেই মন্তব্য?  

প্রবীণ কুমারের দাবি বর্তমানে মাঠের চারিদিকে এত ক্যামেরা থাকায় সম্ভব না হলেও, কিছুদিন আগে পর্যন্ত সব দলই সুইংয়ের মাধ্যমে বাড়তি সুবিধা লাভের জন্য বলে বিকৃতি ঘটাত। বিশেষ করে বল রিভার্স স্যুইং করানোর জন্য পাকিস্তান দল (Pakistan Cricket Team) এই কাজটা বেশি করে করত বলে দাবি প্রবীণের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সবাই তো অল্পস্বল্প (বল বিকৃতি) করেই থাকে। পাকিস্তান একটু বেশি করত এই যা। আমি এটা শুনেছি। এখন তো চারিদিকে এত ক্যামেরা রয়েছে। তবে আগে সবাই এই কাজ করত এবং এই বিষয়ে সকলেই অবগতও ছিল। বলের একদিকে স্ক্র্যাচ করত। তবে তারপর বলকে কীভাবে কাজে লাগাতে হবে সেটা জানাটাও একটা দক্ষতা। কারুর হাতে বল দিয়ে দিলেই তো হল না। তাঁকে তো রিভার্স স্যুইং করানোটা জানতেও হবে। সেটা শিখতে হবে।’

 

প্রবীণ কুমারের এই মন্তব্য যেমন বিতর্কের ঝড় তুলেছে। অবশ্য তিনি আর বিতর্ক কিন্তু একে অপরের পরিপূরকই। নিজের বদমেজাজের জন্য কুখ্যাত ছিলেন প্রবীণ কুমার। ২০১৩ সালে বিজয় হাজারে ট্রফির ম্যাচে এক ব্যাটারের বিরুদ্ধে অপশব্দ ব্যবহারের জন্য তাঁকে নির্বাসিত পর্যন্ত করা হয়ছিল। অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের নেট সেশনের সময় এক সমর্থকের সঙ্গে তাঁর বিবাদে জড়ানোর ভিডিও অতীতে বেশ ভাইরাল হয়েছিল। 

ছুটি কাটাতে ব্যস্ত তারকাত্রয়ী

সদ্যই ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়েছে। ধীরে ধীরে রোহিত শর্মা, বিরাট কোহলিরা দেশেও ফিরেছেন। তবে কেএল রাহুল (KL Rahul), শার্দুল ঠাকুর (Shardul Thakur) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), ভারতীয় দলের তিন তারকা এখনও দেশে ফেরেননি। তাঁরা রামধনুর দেশেই ছুটি কাটাতে ব্যস্ত।

দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের পর ভারতীয় দলের তারকাদের অবশ্য খুব বেশি সময় ছুটি কাটানোর জো নেই। ১১ জানুয়ারি থেকেই আবার আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নেমে পড়বে ভারতীয় দল। সেই সিরিজ়ের জন্য ইতিমধ্যেই ভারতীয় দলের ঘোষণাও হয়ে গিয়েছে। তবে উল্লেখিত ত্রয়ীর কেউই সেই দলে নেই। তাই সুযোগ পেয়ে তাঁরা রামধনুর দেশেই আপাতত ছুটি কাটাচ্ছেন। কেএল রাহুল সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় কেপ অফ গুড হোপে দুই ভারতীয় সতীর্থর সঙ্গে ছুটি কাটানোর ছবি পোস্ট করেন। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: রাজনীতির ময়দানে নামার দিনকয়েক পরেই সিদ্ধান্ত বদল, কারণ ব্যাখা করলেন আম্বাতি রায়াডু