Hearing Aids Can Increase Lifespan Found In Study

কলকাতা: কমবেশি ৪ কোটির বেশি মানুষ ভুগছেন কানের সমস্যায়। অর্থাৎ কানে কম শোনেন বা শুনতেই পান না। অথচ তাদের মধ্যে মাত্র ১০ শতাংশ মানুষ হিয়ারিং এড ব্যবহার করেন। পরিসংখ্যান বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ১০ জনের মধ্যে একজন ব্যক্তি হিয়ারিং এড (hearing aid) ব্যবহার করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হাল এমনটাই। আর এই নিয়ে একটি গবেষণায় উঠে এল চমকে দেওয়ার মতো তথ্য। ল্যানসেটের গবেষণা পরামর্শ দিল হিয়ারিং এড ব্যবহার করার। বলা হল, নতুন বছরে এটিই পাখির চোখ হওয়া উচিত। 

কী পাওয়া গেল গবেষণায়

গবেষণায়  দেখা গিয়েছে, যারা নিয়মিত হিয়ারিং এড ব্যবহার করেন, তাদের মৃত্যুর আশঙ্কা অনেকটাই কম। অন্যদিকে যারা হিয়ারিং এড ব্যবহার করেন না, তাদের মৃত্যুর আশঙ্কা এড  ব্যবহারকারী দলটির তুলনায় ২৫ শতাংশ বেশি। এই বিস্তর তফাতই ভাবিয়েছে বিজ্ঞানীদের। গবেষকদের কথায়, এর থেকেই স্পষ্ট কানে কম শোনার রোগটিকে হালকা করে মোটেই নেওয়া উচিত নয়। বরং ঠিক সময় হিয়ারিং এড ব্যবহার করলে আয়ু বাড়বে (extend lifespan) বৈ কমবে না।

মাঝে মাঝে হিয়ারিং এড ব্যবহার করলে কী উপকার মেলে?

অনেকেই নিয়মিত হিয়ারিং এড ব্যবহার করেন না। মাঝে মাঝে অর্থাৎ কালে ভদ্রে সেটি ব্যবহার করে থাকেন। কিন্তু এতে কিস্যু লাভ নেই বলেই জানাচ্ছেন গবেষকরা। কারণ মাঝে মধ্যে হিয়ারিং এড ব্যবহার করেন, এমন ব্যক্তিদের মৃত্যুর আশঙ্কা আর হিয়ারিং এড ব্যবহার করেন না এমন ব্যক্তিদের মৃত্যুর আশঙ্কা সমান সমান।

কী বলছেন গবেষক

ল্যানসেট হেলথে প্রকাশিত গবেষণাটির প্রধান গবেষক জ্যানেট চই সংবাদমাধ্যম এএনআই-কে বলেন, তরুণদের মধ্যেই কানে কম শোনার বা না শোনার সমস্যা রয়েছে। কিন্তু তাদের অনেকেই নিয়মিত হিয়ারিং এড ব্যবহার করেন। যারা হিয়ারিং এড ব্যবহার করেন, তাদের মৃত্যুর আশঙ্কা হিয়ারিং এড ব্যবহার করেন না এমন তরুণদের তুলনায় ২৪ শতাংশ কম (hearing aid benefits)।

মস্তিষ্কের রোগও বাঁধায় এই খারাপ অভ্যাস

এর আগে একাধিক গবেষণা হয়েছে হিয়ারিং এড নিয়ে। তার একটিতে দেখা গিয়েছে, হিয়ারিং এড না ব্যবহার করার ফলে ডিমেনশিয়ার মতো মস্তিষ্কের জটিল রোগ হতে পারে। এবার আয়ু বাড়াতেই হিয়ারিং এডের বড় ভূমিকা রয়েছে বলে প্রমাণ পেলেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: Sickle cell disease: সিকল সেল অ্যানিমিয়া রোগীদের জোড়া বিপদ ! কেন এমনটা বলছেন বিজ্ঞানীরা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator