‘‌বাম আমলে ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হয়েছিল, আমরা চালু করেছি’‌, দাবি মমতার

আজ, সোমবার যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মধ্যে দিয়ে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবং বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রকল্পে জয়েন্ট এন্ট্রান্স, নিট পরীক্ষা থেকে শুরু করে নানা প্রবেশিকা পরীক্ষায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তাই এই প্রকল্পের নামই যোগ্যশ্রী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই প্রকল্প ঘোষণা করে কার্যত মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ছোট থেকে বড় হয়েছেন অনেক কষ্টের সঙ্গে সংগ্রাম করে। সেই কথা মাথায় রেখেই পড়ুয়াদের জন্য এমন প্রকল্প আনলেন।

এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি এবং আদিবাসী পড়ুয়াদের নিখরচায় সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে প্রশিক্ষণ মিলবে। আজ মুখ্যমন্ত্রী বলেন, ‘‌প্রত্যেক বছর স্টুডেন্টস উইক হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। পড়ুয়াদের সবাইকে এই দিনে সময় দিতে হবে। এটা বাধ্যতামূলক হবে। এটা বদল হবে না। আমি প্রত্যেকবার ৮ জানুয়ারি আসব সবার সামনে। প্রিন্সিপাল–সহ বাকিদের থেকে খোঁজ খবর নেব। টাকা ছিল না, গলায় মটর মালার হার বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলাম। আমার মনে আছে। বাবা মারা গিয়েছেন। আমার গলায় মটর মালার হার ছিল। সেটা বিক্রি করে আমি কলেজে ভর্তি হয়েছিলাম। গরিব হয়ে জন্মানো কি অপরাধ? তাই প্রবেশিক্ষা পরীক্ষা বা প্রশিক্ষণ পেতে যাতে বাংলার ছেলে–মেয়েদের অসুবিধা না হয় তাই এই প্রকল্প চালু করলাম।’‌

তবে আজ বামফ্রন্টের জমানার ভুল সিদ্ধান্ত তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‌অনেকে আমাদের শিক্ষা নিয়ে অবজ্ঞা করেন। বাংলা মিডিয়ামের ছেলেরা ভাল ইংরেজি বলতে না পারলে অবহেলা করা হয়। বাম আমলে ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হয়েছিল। আমরা চালু করেছি। আজকের ছাত্রছাত্রীদের কি প্রয়োজন? মেধার কি প্রয়োজন?‌ সেটা গড়ে তোলা হচ্ছে। অনেক জায়গায় ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ডব্লুবিসিএস অফিসাররা একসময় ইংরেজি ড্রাফট করতে যথাযথ পারতেন না বলে নানা অসুবিধার কথা বলতেন। এখন তাদের ব্রিটেনে পাঠানো হচ্ছে। তারা প্রশিক্ষণ নিয়ে আসছেন। তৃণমূল কংগ্রেস সরকার ইংরেজি মাধ্যম স্কুল চালু করেছে। রাজ্যের পড়ুয়াদের ইংরেজিতে পোক্ত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’‌

আরও পড়ুন:‌ কংগ্রেসে বড় দায়িত্ব পেলেন ফিরহাদের প্রাক্তন জামাই, লোকসভা নির্বাচনে বড় খেলা

এছাড়া ছাত্র অবস্থাতেই এবার সরকারি কাজে প্রশিক্ষণের সুযোগ মিলবে। ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। ইন্টার্নশিপ শেষে মিলবে সার্টিফিকেট। প্রশিক্ষণ পর্বে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌গরিব হয়ে জন্মানো অপরাধ নয়। মানুষ করে গড়ে তোলা আমাদের কাজ। উচ্চশিক্ষার জন্য আমাকেও মটরমালা বিক্রি করতে হয়েছিল। সাইকেল দ্রুত দেওয়া হোক। যাতে শূন্যস্থান না থাকে। এসসি, এসটি ছাত্রছাত্রীদের জন্য আজ থেকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হল। যার নাম যোগ্যশ্রী। যদি তাঁরা ভাল কাজ করে, যোগ্যতার মাপকাঠি অনুযায়ী চাকরি রিনিউ করাও যেতে পারে। একেবারে তৃণমূল স্তর থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি।’‌