Narayana Murthy Untold Story: স্টোররুমে বাক্সের মধ্য়ে শুয়ে ছিলেন ইনফোসিস কর্তা, দেখে হতবাক আমেরিকার ব্যবসায়ী

সুধামূর্তি আর নারায়ণমূর্তি। সম্প্রতি ইন্ডিয়ান আমেরিকান লেখিকা চিত্রা বন্দ্যোপাধ্য়ায় তাঁদের নিয়ে বই লিখেছেন। সেখানেই তাঁদের প্রথম জীবনের কথা উল্লেখ করা হয়েছে। বইয়ের নাম অ্য়ান আনকমন লাভ, আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি। সেখানে দুজনের জীবনের অজানা অধ্য়ায়ে আলো ফেলা হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে, ইনফোসিসের যাত্রার প্রথম দিকে ক্লায়েন্টদের সঙ্গে দেখা করতে আমেরিকা গিয়েছিলেন নারায়ণমূর্তি। সেদিন আমেরিকার ব্যবসায়ী ডন লাইলস নারায়ণ মূর্তিকে দেখেছিলেন, একটা বড় বাক্সে শুয়ে রয়েছেন তিনি। সেই ঘরে কোনও জানালাও নেই। তাদের ঘর থাকা সত্ত্বেও তিনি ওই স্টোররুমে ছিলেন। কারণ তাঁর মা শিক্ষা দিয়েছিলেন অতিথিদের আগে সম্মান দিতে হবে। সেকারণেই তিনি শুয়েছিলেন স্টোররুমে।

সেই সঙ্গেই ডনকে তিনি কীভাবে মোকাবিলা করতেন, ম্যানেজ করতেন সেটাও উল্লেখ করা হয়েছে ওই বইতে।

এদিকে সেই বইতে উল্লেখ করা হয়েছে সুধামূর্তি একজন ইঞ্জিনিয়ার। কিন্তু নারায়ণমূর্তি ভাবতেন সুধাকে ইনফোসিসে নিয়ে এলে তাদের সম্পর্কে প্রভাব পড়তে পারে। সুধামূর্তি তাঁর সমাজতান্ত্রিক বাবার প্রভাবে প্রভাবিত ছিলেন। তিনি রাশিয়ার প্রশংসা করতেন। আবার সুধা ইংরাজি ভাষার শক্তির উপরেও ভরসা করতেন।

আসলে সুধা ও নায়ারণ মূর্তির ভালোবাসা শুধু একে অপরের প্রতি ছিল তেমনটা নয়,এই ভালোবাসা ছিল তাঁদের মূল্যবোধের প্রতি, তাঁদের দেশের প্রতি। এর মাধ্য়মেই তাঁদের উন্নতি। তাঁদের পরিবর্তন।

এই যে প্রেম সেটা শুধু সফলতার নয়, সেটার মধ্য়ে ব্যর্থতার ব্যাথাও থাকে। দুঃখ যেমন থাকে তেমনি সুখও থাকে। এই বই প্রেমের। আবার এই বই উত্তোরণেরও।