Narendra Modi: ‘ডান্ডা তুলে রাখুন,’ পুলিশকে পরামর্শ মোদীর, আর কী বললেন?

আধুনিক পুলিশিংয়ের উপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রবিবার জানিয়েছেন, এবার ডান্ডা রাখার সময় এসেছে। তথ্য়ের উপর জোর দিন। আধুনিক পুলিশি ব্য়বস্থার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জয়পুরে ৫৮তম অল ইন্ডিয়া ডাইরেক্টর-জেনারেলস আইজি অফ পুলিশ কনফারেন্স হয়েছিল জয়পুরে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের প্রতি সংবেদনশীল হওয়ার কথা জানিয়েছেন। ভারতীয় ন্যায় সংহিতার মাধ্য়মে তিনি নারীদের সুরক্ষার উপর জোর দিতে বলেন। নারীদের সুরক্ষার জন্য তিনি পুলিশকে আরও সক্রিয় হওয়ার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নারীরা যখন খুশি, আর যেখানে খুশি যাতে যেতে পারেন তার ব্যবস্থা করতে হবে।

ফৌজদারি আইনের নানা দিক তুলে ধরেন তিনি। এই আইনের আবেগের বিষয়টি বোঝার ব্যাপারে বলেন মোদী।

সেই সঙ্গেই ভারতের সোলার মিশনের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। সেই সঙ্গে আরব সাগরে জলদস্যুদের হাত থেকে নাবিকদের উদ্ধার করার কথাও উল্লেখ করেন মোদী। এই সব সাফল্যেই প্রমাণ করে এগিয়ে যাচ্ছে ভারত। বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে উঠে আসছে ভারতবর্ষ।

অন্য়দিকে পুলিশের ইমেজ যাতে ঠিকঠাক থাকে তার উপর জোর দেন মোদী। পুলিশের সঙ্গে নাগরিকদের সংযোগ রক্ষার জন্য় খেলাধুলার আয়োজনের উপর জোর দিতে বলেন তিনি। সোশ্য়াল মিডিয়াকে ব্যবহার করে ইতিবাচক বক্তব্য পেশ করার উপর জোর দেন তিনি। সেই সঙ্গেই সরকারি আধিকারিকদের তিনি নির্দেশ দেন, সীমান্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বৃদ্ধি করুন। পুলিশি ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বৃদ্ধির উপর জোর দেন তিনি।