Mamata Banerjee in light mood: ‘ওরা ভাবে সব হয়ত দিদি খাবে’, জয়নগরে বললেন মমতা, কতটা খান তাহলে? জানালেন সেটাও

জয়নগরে সরকারি অনুষ্ঠানের মঞ্চে একেবারে হালকা মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিজের একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জনসংযোগ সারলেন। ‘ব্র্যান্ড মমতা’-র উপর জোর দিয়ে হালকা চালে বললেন, ‘জয়নগরে কেন এসেছি, জানেন? আপনাদের জয়নগরের এমএলএ (বিধায়ক) আমায় অনেক জয়নগরের মোয়া দেয়। আর আমি নিজে সেগুলো খেলে তো মোটা হয়ে যাব। তাই সেগুলো আমি সবাইকে দিয়ে দিই। যেমন এখানে বিভাস আছে, বারুইপুরের। ওর একটা ফলের বাগান আছে। ও যত ফল পাঠায়, আমি তত লোককে দিয়ে দিই। ওরা ভাবে সব হয়ত দিদি খাবে। দিদি তো একবার সকালে খায়। একটু চা-টা, সামান্য কিছু। আর রাতে একবার খায়। তাছাড়া দিদি তো অন্য কিছু খায় না। এটা আজকের নয়, অনেকদিনের।’

মমতার সেই কথা শুনে হাসি ফুটে ওঠে শ্রোতাদের মুখে। অনেকেই হাততালি দিতে থাকেন। তারইমধ্যে জয়নগরের মোয়া ব্যবসায়ীদের কুর্নিশ জানান মমতা। তিনি বলেন, ‘জয়নগরের মোয়া আজ জিআই ট্যাগ পেয়েছে। বিশ্ববিখ্যাত হয়েছে। আমি তার কারিগরদের সকলকে, দোকানদারকে সকলকে (কুর্নিশ জানাচ্ছি)। যাঁরা জয়নগরের মোয়া তৈরি করেন, তাঁদের বলছি, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হে, জয় হে, জয় হে। আপনারা শুনলে খুশি হবেন যে আমরা জয়নগরে একটা জয়নগরের মোয়া হাব তৈরি করছি। প্রায় ২.৫ কোটি টাকা দিয়ে। তার ফলে কী হবে…যত জয়নগরের মোয়া আপনারা এক জায়গা থেকে পেয়ে যাবেন।’

‘৪৭৪ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস’, জানালেন মমতা

মমতা জানান যে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-১ ব্লকের সেই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মোট ৪৭৪ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন। ৭৪টি প্রকল্পের উদ্বোধন হয়েছে। শিলান্যাস করা হয়েছে ১৪৬টি প্রকল্পের। সার্বিকভাবে সোমবার এবং মঙ্গলবার মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনায় মোট ৭০০ কোটি টাকার প্রকল্প ‘উপহার’ দিয়েছেন বলে দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: রাম মন্দির ইলেকশনের আগে একটা গিমিক শো, জয়নগরে বললেন মমতা

সেইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগও তোলেন মমতা। তিনি দাবি করেন, ভোটের সময় বিজেপি শুধুমাত্র ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করতে ব্যস্ত থাকে। কিন্তু পশ্চিমবঙ্গকে প্রাপ্য টাকা দেয় না। গত দু’বছরে রাজ্যে ৭৬টি কেন্দ্রীয় দল এসেছে। তারপরও টাকা দেওয়া হচ্ছে না। কিন্তু এটা কাদের টাকা? এটা কেন্দ্রীয় সরকারের নিজের টাকা নয়। রাজ্য থেকে যে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার, সেটার স্রেফ একটা অংশ দেয়। বাকি পুরোটাই রাজ্যের টাকা। বিজেপি সরকারের প্রতি তুমুল উষ্মা প্রকাশ করে মমতা বলেন, ‘আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছ। আর আমাদেরই সেই টাকা দেবে না কেন? এটা কখনও হতে পারে?’

আরও পড়ুন: ‘‌এটা তৃণমূলের বিরাট জয়’‌, বিলকিস বানো ধর্ষণ মামলা নিয়ে মহুয়ার প্রশংসায় মমতা