বয়ান নিতে CGO কমপ্লেক্সে বসিরহাটের DSP, দেখাই করলেন না ED-র ডেপুটি ডিরেক্টর

সন্দেশখালিকাণ্ডে ইডির অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলার তদন্তে বিধাননগরে CGO কমপ্লেক্সে গিয়েও ED-র ডেপুটি ডায়রেক্টরের বয়ান রেকর্ড করতে পারলেন না বসিরহাট পুলিশ জেলার আধিকারিক। বুধবার বেলা ১১টার কিছু পর ইডি দফতরে পৌঁছন তিনি। এদিন বসিরহাট পুলিশ জেলার DSP সানন্দা গোস্বামীর দেহরক্ষীকে আগ্নেয়াস্ত্র নিয়ে ইডি দফতরে ঢুকতে দেননি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আগ্নেয়াস্ত্র জমা রেখে ইডি দফতরে যান তিনি।

গত শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় ন্যাজাট থানায় প্রাণনাশের চেষ্টার অভিযোগ দায়ের করেন ইডির ডেপুটি ডিরেক্টর। অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে লঘু ধারা প্রয়োগ করে পুলিশ। সেই মামলার তদন্তে বুধবার সকাল ১১টার কিছু পরে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছন বসিরহাট পুলিশ জেলার ডিএসপি সানন্দা আচার্য। কিন্তু প্রবেশের সময়ই তাঁর দেহরক্ষীকে আটকান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানান, আগ্নেয়াস্ত্র নিয়ে দফতরে যাওয়া যাবে না। এর পর আগ্নেয়াস্ত্র কেন্দ্রীয় বাহিনীর কাছে জমা রেখে ইডি দফতরে প্রবেশ করেন তাঁরা।

কিছুক্ষণের মধ্যেই দফতর থেকে বেরিয়ে আসেন ওই পুলিশ আধিকারিক। এর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, রুটিন তদন্তে এসেছিলাম। ইডির তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছে তার ভিত্তিতে অভিযোগকারীর বয়ান রেকর্ড করতে এসেছিলাম। ইডির ডেপুটি ডিরেক্টর ওই অভিযোগ দায়ের করেছিলেন। তিনি আজ ব্যস্ত রয়েছেন। ফলে তাঁর বয়ান নিতে পারিনি।

গত শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ায় রেশন দুর্নীতির তদন্তে তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। অভিযোগ, শাহজাহানের নির্দেশে তাঁর পোষা কয়েক হাজার গুন্ডা ইডি ও কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণ করে। বাদ যায়নি সংবাজমাধ্যম। দুষ্কৃতীদের হামলায় ৩ জন ইডি আধিকারিক আহত হন। তাদের মধ্যে ১ জনের মাথায় ৬টা সেলাই পড়েছে।

এই ঘটনার পর ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করে ইডি। পালটা ইডি আধিকারিকদের বিরুদ্ধে অনুপ্রবেশ, বিনা ওয়ারেন্টে তল্লাশি চালানো, চুরি ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন শাহজাহানের বাড়ির কেয়ারটেকার। অভিযোগ, সেই মামলায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারা প্রয়োগ করা হলেও ইডির দায়ের করা অভিযোগের ভিত্তিতে লঘু ধারায় মামলা করা হয়েছে।