Virat Kohli To Miss First T20I Against Afghanistan, And Rahul Dravid Press Conference Get To Know

মোহালি: আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-আফগানিস্তান (IND vs AFG) টি-টোয়েন্টি সিরিজ (T20 Series)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর ফের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার থেকেও বড় কথা বিশ্বকাপ ফাইনালের পর সাদা বলের ফর্ম্যাটে দেশের জার্সিতে ফের অধিনায়ক হিসেবে মাঠে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় দল পাবে না বিরাট কোহলিকে (Virat Kohli)। বুধবার সাংবাদিক বৈঠকে এসে তা জানিয়ে দিলেন ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড়। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত-বিরাট ফিরেছিলেন জাতীয় দলে। সিরিজে ভারত ড্র করলেও রানের বিচারে বেশ ভালই পারফর্ম করেছিলেন কিং কোহলি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কেন তিনি খেলবেন না, তা জানা যায়নি। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে ব্য়ক্তিগত কারণের জন্য প্রথম ম্যাচ থেকে নাম তুলে নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ম্য়াচের আগের দিনের অনুশীলনেও ছিলেন না রোহিত শর্মা। তবে দ্রাবিড় জানিয়ে দিয়েছেন যে, রোহিত ও জয়সওয়ালই ওপেনিং পজিশনে জুটি বাঁধবেন। 

এদিকে, খবর চাউর হয়েছিল যে শৃঙ্খলাভঙ্গের জন্য ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকে ‘শাস্তি’ দেওয়া হয়েছিল। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী নাকি তাঁদের তার জন্যই আফগানিস্তান সিরিজে দলে রাখেননি। তবে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেই জানিয়ে দিলেন রোহিতদের হেডকোচ। দ্রাবিড় বলছেন, ”শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই খবরের কোনও ভিত্তি নেই। ঈশান খেলতে চায়নি। দক্ষিণ আফ্রিকায় বিশ্রাম চেয়েছিল। আমরা বিবেচনা করে ছুটি মঞ্জুর করেছিলাম। আমরা ওর পাশে রয়েছি। ঈশান এখনই খেলতে চাইছে না। যখন আবার খেলতে চাইবে, তখন ঘরোয়া ক্রিকেটে খেলে জাতীয় দলে ফিরবে।” 

কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়সকে নিয়ে প্রশ্নের উত্তরে দ্রাবিড় বলেন, ”দলে না রেখে শ্রেয়সকে কোনও শাস্তি দেওয়া হয়নি। শ্রেয়স দক্ষিণ আফ্রিকাতেও টি-টোয়েন্টি খেলেনি। আমাদের হাতে অনেক ব্যাটার রয়েছে। সবাইকে এক সঙ্গে সুযোগ দেওয়া সম্ভব নয়। এর মধ্যে শ্রেয়সকে শাস্তি দেওয়ার কোনও বিষয় নেই। আমার সঙ্গে নির্বাচকদের এমন কোনও আলোচনাও হয়নি।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১-১ ড্র করেছে ভারতীয় দল। আফগানিস্তান সিরিজে জয় ছিনিয়ে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সেরে নিতে চাইছে টিম ইন্ডিয়া।