Abhishek to SC against Justice Ganguly: সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন, তারপরই বিচারপতি গাঙ্গুলির নামে SC-তে নালিশ অভিষেকের

দিনকয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তোলেন। এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সেইসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরিয়ে নিয়ে একটি বিশেষ বেঞ্চে পাঠানোর আর্জি জানিয়েছেন। যে বেঞ্চ গঠনের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানমকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন অভিষেক।

ঠিক কী আর্জি জানিয়েছেন অভিষেক? 

তাঁর দাবি, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করে যাচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যা একেবারেই কাম্য নয়। সেজন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন।

আরও পড়ুন: Abhishek Banerjee Asset: অভিষেকের এত সম্পত্তি আসে কোথা থেকে? জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

অভিষেক এমন একদিন শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন, যার কয়েকদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সম্পত্তির উৎস জানতা চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সংবাদমাধ্যমে সামনে অভিষেক সম্পত্তির উৎস কী, তা জানতে চান। তিনি বলেন যে ‘কার কত সম্পত্তি আছে, সেটা সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই। কার কত সম্পত্তি হয়েছে, (সেটা জানতে চাই আমরা)।’ সেইসঙ্গে কার সম্পত্তির উৎস কী, তা জানতে চান বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সেই প্রসঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রসঙ্গও উত্থাপন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যদি সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পত্তির উৎসের বিষয়ে পোস্ট করেন, তবে তাঁর সমসাময়িক নেতাদেরও একই কাজ করার আবেদন জানাবেন। সোশ্যাল মিডিয়ায় আয়ের উৎস, সম্পত্তির হলফনামা প্রকাশ করার আহ্বান জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: ‘‌বার্ধক্য ভাতার বিষয়টি আমার মাথায় আছে’‌, জয়নগরের সভা থেকে বড় ঘোষণা মমতার

বিচারপতি সিনহার এজলাস থেকে মামলা সরানোর আর্জি

বিচারপতি সিনহার এজলাসে নিয়োগ সংক্রান্ত যে সব মামলা আছে, সেগুলি সরানোর জন্যও সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন অভিষেক। তাঁর বক্তব্য, নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হোক।