Budha Boy: ধর্ষণের অভিযোগে গ্রেফতার নেপালের বুদ্ধ বয়, পুলিশ আসতেই দোতলা থেকে লাফ গুরুর!

নেপালের আধ্যাত্মিক নেতা হিসাবেই তিনি পরিচিত। বুদ্ধবয় হিসাবেই পরিচিত তিনি। এক নাবালককে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই সঙ্গেই তাঁর ক্যাম্প থেকে অন্তত চারজন উধাও হয়ে গিয়েছেন বলে খবর। তার জেরে ওই বুদ্ধ বয়কে এবার গ্রেফতার করা হল।

আসল নাম হল রাম বাহাদুর বামজান। তাঁকে অনেকেই সিদ্ধার্থ গৌতমের প্রতিরূপ বলে মনে করেন। গৌতম বুদ্ধ প্রায় ২৬০০ বছর আগে জন্মেছিলেন। সিদ্ধার্থ থেকে তিনি গৌতম বুদ্ধে রূপান্তরিত হয়েছিলেন। তবে বামজানের এই দাবি নিয়ে বৌদ্ধ গবেষকদের মধ্য়ে অনেকটাই সন্দেহ থেকেই গিয়েছে। তবে এই সত্য়- মিথ্যার দোলাচলের মধ্য়ে গ্রেফতার করা হল বামজানকে।

কাঠমান্ডু থেকে কিছুটা দূরে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয় বুদ্ধ বয়কে। সেন্ট্রাল ইনভেসটিগেশন ব্যুরোর নবরাজ অধিকারী একথা জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে। এপি সূত্রেও খবর। 

বুধবার একেবারে হাতকড়া পরিয়ে বুদ্ধ বয়কে মিডিয়ার সামনে আনা হয়েছিল। পুলিশ জানিয়েছে, পুলিশ এসেছে এটা বুঝতে পেরে দোতলার জানালা থেকে লাফ মেরে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত পালাতে পারেনি। পুলিশের হাতে ধরা পড়ে যান।

এদিকে গ্রেফতারির সময় প্রচুর ব্য়াঙ্ক নোট ওই বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে প্রায় ২৩,০০০ মার্কিন ডলার বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে ওই বাড়ি থেকে।

এদিকে বামজানের অনুগামীরা দলে দলে হাজির হয়ে যান সিআইবি অফিসের সামনে। কিন্তু পুলিশ তাদের সরিয়ে দেয়।

দক্ষিণ নেপালে অত্যন্ত জনপ্রিয় এই বুদ্ধ বয়। ২০০৫ সাল থেকে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন। অনেকেই বিশ্বাস করতে শুরু করেন তিনি গাছের নীচে বসে সাধনা করেন। সেই সময় তার কোনও খাবার বা জল লাগে না। যৌনতা ও অনুগামীদের উপর অত্য়াচারের অভিযোগ সত্ত্বেও তার জনপ্রিয়তা কোনও অংশে কমেনি।

দক্ষিণ নেপালে তাঁর প্রচুর শিষ্য় রয়েছে। তারা দলে দলে তাঁর কাছে আসতেন। কিন্তু গ্রেফতার হয়ে গেলেন ওই আধ্যাত্মিক গুরু।