Former CP Tushar Kanti Talukdar Passed Away: প্রয়াত প্রাক্তন সিপি তুষার তালুকদার, তাঁর আমলেই হয়েছিল ২১শে জুলাই

প্রয়াত তুষার তালুকদার। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার ছিলেন তিনি। মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিডনির দীর্ঘদিনের সমস্যায় ভুগছিলেন তিনি। ৮৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি।

১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল। তিনি কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন। বাম জমানায় তিনি ছিলেন অত্যন্ত পরিচিত নাম। বাম জমানায় কলকাতা পুলিশের অন্দরে যে কয়েকজন পদস্থ পুলিশ কর্তার নাম বহু চর্চিত ছিল তার মধ্য়ে তুষার তালুকদারের নাম অন্যতম।

তাঁর জমানায় যে সব ঘটনা হয়েছিল তার মধ্য়ে অন্য়তম ছিল ২১শে জুলাই ১৯৯৩ সালের সেই ঘটনা। ওই দিন কলকাতায় যুব কংগ্রেসের মিছিলে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। প্রাণ গিয়েছিল ১৩জনের।

আর সেই মিছিলের নেতৃত্বে ছিলেন বর্তমান মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই ঘটনা বহু চর্চিত। সেই ঘটনার রেশ আজও রয়েছে। আর সেই ঘটনা যখন হয়েছিল তখন কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন তুষার তালুকদার।

তবে শুধু এই একটি ঘটনা হয়েছিল এমনটা নয়, এর আগে ওই বছরই মাফিয়া ডন রাশিদ খানের ঘাঁটিতে বোমা বিস্ফোরণ হয়েছিল। মারা গিয়েছিলেন ৬৯জন। সেই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশজুড়ে। বাম আমলের সেই ঘটনার কথা নিয়ে আজও খোঁচা দেন শাসকদলে থাকা তৃণমূল।

বরাবরের মেধাবী ছাত্র ছিলেন তুষার তালুকদার। বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের প্রাক্তনী তিনি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে তিনি পড়তেন। ১৯৬২ সালে তিনি আইপিএস হয়েছিলেন। ১৯৯৬ সালে তিনি কলকাতা পুলিশের সিপির পদ থেকে অবসর নেন।

বামপন্থী রাজনীতির সঙ্গে তাঁর ছাত্রাবস্থায় যোগাযোগ ছিল বলেও অনেকে মনে করেন। তবে কলকাতা পুলিশে থাকাকালীন তৎকালীন মুখ্য়মন্ত্রী জ্যোতি বসুর অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি। তবে কলকাতার পুলিশ মহলে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত নাম। অত্যন্ত দক্ষ পুলিশ আধিকারিক বলে পরিচিত ছিলেন তিনি। নিয়মনিষ্ঠ পুলিশ আধিকারিক বলে সকলের কাছে পরিচিত ছিলেন তিনি।