Sandeep Lamichhane: ধর্ষণকাণ্ডে এবার ৮ বছরের জেল হেফাজত সন্দীপ লামিছানের, গুনতে হবে আর্থিক জরিমানাও

<p style="text-align: justify;"><strong>কাঠমাণ্ডু:</strong> শুনানি পিছিয়ে যাওয়ায় গত বছর <a title="এশিয়া কাপ" href="https://bengali.abplive.com/topic/asia-cup-2022" data-type="interlinkingkeywords">এশিয়া কাপ</a>ে মাঠে নামতে পেরেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর পার পেলেন না। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগের ভিত্তিতে নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানেকে ৮ বছরের জেলের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করা হল। গত ২৯ ডিসেম্বর কাঠমান্ডু জেলা আদালতে ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত করেছিল। এরপরই মনে করা হয়েছিল যে বড়সড়ভাবে ফাঁসতে চলেছেন <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলা এই লেগস্পিনার। শেষ পর্যন্ত সম্ভাবনাই সত্যি হল। আর্থিক জরিমানাও করা হয়েছে সন্দীপকে।&nbsp;</p>
<p style="text-align: justify;"><strong>সন্দীপের বিরুদ্ধে অভিযোগ কী?</strong></p>
<p style="text-align: justify;">ঘটনাটি গত বছরের অগাস্ট মাসের। ১৭ বছরের এক মহিলা অভিযোগ করেন যে, কাঠমান্ডুর এক হোটেলে তাঁকে ধর্ষণ করেছেন সন্দীপ। যদিও গোটা ঘটনা উড়িয়ে দেন সন্দীপ। নিজেকে নির্দোষ বলে দাবি করেন। নেপালের দণ্ডবিধির ২১৯ ও ক্রিমিনাল কোডের ২০৭৪ ধারা অনুযায়ী শুরু হয় মামলা। গৌশালার মেট্রোপলিটন পুলিশ সার্কলে ৬ সেপ্টেম্বর ২২ বছরের ক্রিকেটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। চার্জশিটে জেলা অ্যাটর্নি নির্যাতিতাকে শারীরিক ও মানসিক ক্ষতির জন্য লামিছানের কাছে ক্ষতিপূরণও দাবি করেন। চার্জশিট দাখিল হওয়ার পরই লামিছানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়। এরপর ২০২২ সালের ৪ নভেম্বর কাঠমান্ডু জেলা আদালত লামিছানেকে জেলে পাঠানোর নির্দেশ দেয়। জেলা আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্ত হয়েছিলেন সন্দীপ। এরপর গত বছর ১২ জানুয়ারি পাটান হাইকোর্ট সন্দীপের জামিন মঞ্জুর করেছিল। বিচারপতি ধ্রুবরাজ নন্দ ও বিচারপতি রমেশ দাহালের বেঞ্চ ব্যক্তিগত ২০ লক্ষ টাকার বণ্ডে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেন সন্দীপকে। এরপর জাতীয় দলে ফিরেছিলেন লামিছানে। গত বছর ৫ নভেম্বর শেষবার দেশের জার্সিতে খেলেছেন এশিয়া কাপে। ওমানের বিরুদ্ধে সেই ম্যাচে সন্দীপ ৪ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।</p>
<p style="text-align: justify;">নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলেছিলেন সন্দীপ। এছাড়াও বিগ ব্যাশ লিগ, পিসিএল ও সিপিএল সহ বিভিন্ন ফ্র্যাঞ্চইজি লিগে খেলেছেন ও নাম কামিয়েছেন। বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০টি ওয়ানডে উইকেট শিকারের রেকর্ড রয়েছে তাঁর দখলে। তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ টি-টোয়েন্টি উইকেট শিকারের দৌড়ে তিনি এগিয়ে আছেন। দেশের জার্সিতে ৫১ ওয়ান ডে ম্যাচে ১১২ উইকেট ঝুলিতে পুরেছেন। এছাড়াও ৫২ টি-টোয়েন্টি ম্যাচে ৯৮ উইকেট ঝুলিতে পুরেছেন।&nbsp;</p>