Abhijit Vinayak Banerjee: ‘মমতা ঘনিষ্ঠ’ নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক দেখা করলেন যোগীর সঙ্গে, বাংলা নয়-গবেষণা হবে উত্তরপ্রদেশে

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ। প্রতিভাবান বঙ্গসন্তান। এই বাংলার মুখকে উজ্জ্বল করেছেন তিনি। বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত। রাজ্যের অর্থনীতি সংক্রান্ত নানা বিষয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়ের পরামর্শও নেন মুখ্যমন্ত্রী। আর সেই গর্বের বঙ্গসন্তান গবেষণার জন্য় বেছে নিলেন উত্তরপ্রদেশকে।

অর্থাৎ বিজেপি শাসিত উত্তরপ্রদেশকেই তিনি তাঁর গবেষণাস্থল হিসাবে বেছে নিয়েছেন। এনিয়ে তিনি উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখাও করেছেন। মঙ্গলবারই তিনি যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছিলেন। বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায়ও তাঁর সঙ্গে গিয়েছিলেন। তিনি ফেসবুকে গোটা বিষয়টি লিখে জানিয়েছেন।

এমনকী অযোধ্য়া সফর পিছিয়ে দিয়েও যোগী আদিত্যনাথ বাংলার প্রতিভাবান অর্থনীতিবিদ যাঁর নাম বিশ্বজোড়া তাঁকে সময় দেন বলে খবর। অন্তত ঘণ্টা খানেক তিনি অর্থনীতিবিদের সঙ্গে কথা বলেছেন। অর্থনীতিবিদ তাঁর পরিকল্পনার কথা যোগীকে জানান। এরপরই যোগী অত্যন্ত মন দিয়ে বিষয়গুলি শোনেন।

কিন্তু কেন বাংলা ছেড়ে উত্তরপ্রদেশকে বাছলেন তিনি? সূত্রের খবর, উত্তরপ্রদেশের বিশেষ জনবিন্যাসের জন্যই ওই রাজ্যকে বেছে নেওয়া হচ্ছে। গ্রামীণ এলাকায় অত্যন্ত সাধারণ যে রোগ জ্বালা হয় তা থেকে মুক্তির জন্য় কী করণীয় সেটা নিয়েও গবেষণা করা হবে। এই গবেষণা নিঃসন্দেহে উপকৃত করবে যোগী রাজ্যকে। তবে পরবর্তীতে এই ধরণের গবেষণার ফলাফল বাংলা ছিটে ফোঁটা হলেও পাবে কি না সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এআই ব্যবহার করে কীভাবে সমাজের একেবারে প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেটাই গবেষণা করে দেখা হবে। আর সেই গবেষণার ক্ষেত্র হিসাবে বাংলা নয়, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায় উত্তরপ্রদেশকেই বেছে নিলেন।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা ও কথা হয়েছে। বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যায়ের কাজে ব্যস্ত রয়েছি। এখনই গবেষণার বিষয় নিয়ে বিশদে কথা বলা যাবে না।