Bangladesh Cabinet: বাংলাদেশে মন্ত্রিসভায় শপথ নিয়েই এলাহি পেটপুজো, শিক কাবাব থেকে পাটিসাপটা! নতুন মন্ত্রীদের পাতে কী কী

বাংলাদেশের রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সাজোসাজো পরিস্থিতি। এদিন সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকবেন বহু মানুষ। কিন্তু সাধারণ মানুষের চোখে যতটুকু ধরা পড়বে, এই অনুষ্ঠানে হবে তার চেয়েও অনেক বেশি কিছু। যেমন এখানে থাকছে এলাহি খাওয়াদাওয়ার ব্যবস্থা। মন্ত্রীদের শপথের পরেই হেব পেটপুজো। সেখানে কী কী থাকছে? আগাম জানা গেল রাষ্ট্রপতির কার্যালয় থেকেই। 

বৃহস্পতিবার বাংলাদেশের সময়ের হিসাবে সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে প্রায় এক হাজারেরও বেশি অতিথির উপস্থিত থাকার কথা। আর তার জন্য আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে বেশ বড় করেই। এর জন্য এলাহি খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

(আরও পড়ুন: ‘বন্ধন আরও দৃঢ় হবে,’ শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বললেন মোদী)

রাষ্ট্রপতি কার্যালয় থেকে খাবারের তালিকা জানা গিয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে জানা গিয়েছে, অন্য বারের মতোই এবারেও দারুণ কিছু পদ রাখা হয়েছে এই মেনুতে। কী কী রয়েছে সেখানে? দেখে নেওয়া যাক, চট করে। 

(আরও পড়ুন: বাংলাদেশের ভোট নিয়ে বিস্ফোরক আমেরিকা)

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাংস ও সবজিজাতীয় খাবারকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এই মেনুতে নানা রকমের ফলও আছে। দেখে নেওয়া যাক, মেনুটা কেমন।

(আরও পড়ুন: পদ্মায় তরতরিয়ে এগোল ‘নৌকা’! বিপুলভাবে জিতে টানা ৪ বার বাংলাদেশের কুর্সিতে হাসিনা)

  • প্রথমেই মাটন শিক কাবাব।
  • যাঁরা এর পাশাপাশি চিকেন পছন্দ করেন, তাঁদের জন্য চিকেন শাশলিক।
  • বাঙালি বলে কথা। তাই মাছ না হলে চলে! রয়েছে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। 
  • আর নিরামিষ তরকারির মধ্যে রয়েছে মাশরুম, পনির সমুচা ও স্পাই।
  • কী ভাবছেন? মিষ্টি বাদ নাকি? মোটেই তা নয়। মিষ্টিমুখ করানোরও আয়োজন রয়েছে। সেই তালিকায় রয়েছে পাটিসাপটা পিঠার পাশাপাশি মিষ্টি আর বাকলাভা পেস্ট্রি। 
  • কমলালেবু, আপেল, আঙুর দিয়ে সাজানো ফলের ঝুড়িও থাকবে এই অনুষ্ঠানে। অতিথি ইচ্ছামতো খেতে পারবেন যখন খুশি।
  • আর চা-কফির ব্যবস্থা তো থাকছেই। 

(আরও পড়ুন: বিপুল ভোটে বাংলাদেশ নির্বাচনে পরাজয় মাহিয়া মাহি-হিরো আলমের, কী অবস্থা ফেরদৌসদের?)

মোটামুটি এই সবই থাকছে মেনুতে। আগামী দিনে যে সব মানুষের হাতে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব থাকছে, এভাবেই তাঁদের আপ্যায়ন করার ব্যবস্থা হয়েছে রাষ্ট্রপতি কার্যালয়ে।