Sandeshkhali Attack: BJP-র ন্যাজাট থানা অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

বিজেপির ন্যাজাট থানা অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল রাজপথে। সন্দেশখালিতে তৃণমূলি গুন্ডা শাহজাহান শেখের নেতৃত্বে ED আধিকারিকদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ন্যাজাট থানা অভিযানের ডাক দিয়েছিল BJP. বিজেপির কর্মসূচির আগের দিনই ন্যাজাট থানা থেকে এক কিলোমিটার ব্যসার্ধে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। যদিও সেই নির্দেশিকাকে জালি ১৪৪ ধারা বলে কটাক্ষ করেন সুকান্তবাবু।

এদিন কর্মসূচির শুরু থেকেই পরিস্থিতি ছিল উত্তপ্ত। অভিযোগ, ন্যাজাটের অনেক আগে থেকেই কর্মসূচিতে যোগদান করতে বিজেপি নেতা কর্মীদের বাধা দেয় পুলিশ ও তৃণমূল। কর্মসূচি শুরু হলে পুলিশের তৈরি করা একের পর এক ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন বিজেপি কর্মীরা। থানার সামনে অন্তিম ব্যারিকেডে সুকান্তবাবুরা পুলিশি বাধার মুখে পড়লে ব্যাপক বিতণ্ডার সৃষ্টি হয়। পুলিশকর্মীরা ২ জন প্রতিনিধি থানায় গিয়ে IC-র সঙ্গে দেখা করতে পারবেন বলে জানান। কিন্তু BJPর তরফে ৫ জনকে যেতে দেওয়ার দাবি জানানো হতে থাকে। এর পর ব্যারিকেডের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন সুকান্ত মজুমদারসহ বিজেপি নেতারা।

বিক্ষোভ চলাকালীন শেখ শাহজাহানের অনুষ্ঠানে পুলিশ আধিকারিকদের উপস্থিতির বিভিন্ন ছবি মোবাইল ফোনে দেখাতে থাকেন সুকান্তবাবু। সাংবাদিকদের তিনি বলেন, ‘শেখ শাহজাহানকে পুলিশই লুকিয়ে রেখেছে। বিজেপি এলে ওকে গর্তে ঢুকিয়ে দেবে। ইডি যে বাড়ির তালা ভাঙতে পারেনি সেই বাড়িতে বিজেপির বুলডোজার চলবে।’ তিনি বলেন, ‘শেখ শাহজাহান আদিবাসীদের জমি দখল করে ভেড়ি বানিয়েছেন। আর রোহিঙ্গাদের এনে এখানে বসাচ্ছেন। তাদের রেশন কার্ড করে দিচ্ছেন। শ্যামাপ্রসাদের মাটি এখন রোহিঙ্গাদের মাটি হয়ে গিয়েছে।’ 

তিনি বলেন, ‘এখানে ১৪৪ ধারা ভুয়ো। যে কাগজ দেখানো হচ্ছে তাতে কেস নম্বর নেই। পুলিশ নিজে বলছে এই কাগজ কোর্টে চ্যালেঞ্জ করতে পারেন। ১ কিলোমিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকলেও ২০ কিলোমিটার আগে থেকে বিজেপি কর্মীদের আটকানো হচ্ছে। এখানে দোকান – বাজার – স্কুল সব খোলা। শুধুমাত্র বিজেপিকে আটকাতে পুলিশ ১৪৪ ধারা জারির নামে মিথ্যাচার করছে।’

এদিন পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন মহিলা বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, পুরুষ পুলিশ মহিলাদের গায়ে হাত দিয়েছে। তাদের শাড়ি ধরে টেনেছে। আঁচড়ে খামচে দিয়েছে। এই নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। 

শুক্রবার সকালে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যান ইডির আধিকারিকরা। অনেক ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় বাড়ির তালা ভাঙার চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তখনই বিভিন্ন জায়গা থেকে কয়েক শ’ নারী – পুরুষ দুষ্কৃতী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ইডি আধিকারিকদের ওপর হামলা চালায়। হামলায় একাধিক ইডি আধিকারিকের মাথা ফাটে।

এর পর গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন ইডি আধিকারিকরা। অভিযোগ গাড়ি থামিয়ে ফের মারধর করা হয় তাঁদের। ভাঙচুর করা হয় গাড়ি। প্রাণ বাঁচাতে অটো রিকশয় করে এলাকা ছাড়েন তাঁরা। এর পর এলাকার বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়। ওই হামলায় ED-র ৩ জন আধিকারিক আহত হয়েছেন। তাঁদের ১ জনের মাথায় ৬টা সেলাই পড়েছে। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ঘটনার পর সপ্তাহ ঘুরলেও গ্রেফতার হননি শেখ শাহজাহান।