NCC Cricket Tournament 2024: T20 Tournament Consisting 6 Teams From West Bengal Districts Starts On Thursday

কলকাতা: ছয় দল। ১৭ দিন ধরে ৩৩টি ম্যাচ। ধুন্ধুমার টি-টোয়েন্টি যুদ্ধ। তাও জেলার মাটিতে।

বৃহস্পতিবার বীরভূমে (Birbhum) শুরু হল এনসিসি (NCC) ক্রিকেট টুর্নামেন্ট, ২০২৪। ৬ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কালিম্পং ফ্যালকনস, দার্জিলিং আনস্টপেবলস, আলিপুরদুয়ার থান্ডার্স, ঝাড়গ্রাম ফায়ারবোল্টস, পূর্ব মেদিনীপুর ড্রাগনস ও কম্বাইন্ড অ্যাভেঞ্জার্স – অংশ নিয়েছে এই ছয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্য, প্রয়াত জগমোহন ডালমিয়ার হাতে তৈরি ন্যাশনাল ক্রিকেট ক্লাবের পরিচালনায় শুরু হল টুর্নামেন্ট। বীরভূমের এমজিআর স্পোর্টস অ্যাকাডেমির মাঠে হচ্ছে ম্যাচগুলি। ১১ জানুয়ারি শুরু হয়ে ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ২৭ জানুয়ারি আয়োজিত হবে ফাইনাল।

কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের ক্রিকেটারদের নিজেদের প্রতিভা চেনানোর মঞ্চ করে দেওয়ার পরিকল্পনা থেকে এই টুর্নামেন্টের আয়োজন। তবে কম্বাইন্ড অ্যাভেঞ্জার্স দলে রয়েছে বিভিন্ন জেলার ক্রিকেটার।

ম্যাচগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে ও ক্রিকেটারেরা যাতে আরও বেশি উৎসাহ নিয়ে মাঠে নামেন, তা নিশ্চিত করতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে। ফ্যানকোড অ্যাপে দেখানো হচ্ছে সব ম্যাচ। পাশাপাশি ম্যাচ ঘিরে যাতে গড়াপেটার মতো কোনও অবৈধ ও অপ্রীতিক ঘটনা না ঘটে, তা রুখতে তৎপর আয়োজক এনসিসি। 

সিউড়িতে যেখানে ম্যাচ হচ্ছে, সেখানে সব দলের ক্রিকেটার ও কোচ এবং সাপোর্ট স্টাফদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় একশোরও বেশি। বৃহস্পতিবার বেলুন উড়িয়ে, জাতীয় সঙ্গীত গেয়ে উদ্বোধন হয় টুর্নামেন্টের।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কালিম্পং ফ্যালকনস ও দার্জিলিং আনস্টপেবলস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে কালিম্পং ফ্যালকনস তোলে ১৮৮/২। ডিঙ্কু রায় ৬৪ ও অধিনায়ক বিশাল তামাঙ্গ ৩৬ বলে ৬২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো সেঞ্চুরি করেন দার্জিলিং আনস্টপেবলসের অভিজিৎ চক্রবর্তী। কিন্তু শেষ পর্যন্ত ১৮০ রানে আটকে যায় দার্জিলিং আনস্টপেবলস। মাত্র ৮ রানে হার মানতে হয় তাদের। কালিম্পং ফ্যালকনসের হয়ে ২টি করে উইকেট প্রীতম বারিক ও সুমিত গয়ালের। দিনের দ্বিতীয় ম্যাচে আলিপুরদুয়ার থান্ডার্স ২২ রানে হারিয়েছে ঝাড়গ্রাম ফায়ারবোল্টসকে।                     

আরও পড়ুন: ৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরা ভুবনেশ্বরই কাঁটা বাংলার, অভিষেকের অপেক্ষায় সূরজ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে