স্ত্রীর রান্না সম্পর্কে মন্তব্য IPC ৪৯৮এ-এর ধারায় নিষ্ঠুরতা নয়: বম্বে হাইকোর্ট

স্বামীর আত্মীয়রা স্ত্রীর রান্নার দক্ষতা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করলে তা ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) 498এ ধারার অধীনে নিষ্ঠুরতা হিসাবে গণ্য হবে না। সম্প্রতি স্বামীর আত্মীয়দের বিরুদ্ধে এক মহিলার করা এফআইআর বাতিল করে বম্বে হাইকোর্ট এই মন্তব্য করেছে।

মামলায় স্ত্রী অভিযোগ করেছিলেন, তার স্বামীর ভাইয়েরা তাঁকে রান্না পারে না বলে বিদ্রূপ ও অপমান করত। দেওররা বলত, তাঁর বাবা-মা তাঁকে কিছু শেখাননি।

তবে, হাইকোর্টের বিচারপতি অনুজা প্রভুদেসাই এবং এন আর বোরকারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ধরনের মন্তব্য ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় নিষ্ঠুরতা নয়। বেঞ্চ বলে, মামলায়, আবেদনকারীদের বিরুদ্ধে একমাত্র অভিযোগ করা হয়েছে যে তারা যে তিনি রান্না করতে জানে না। এই ধরনের মন্তব্য ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারার ব্যাখ্যায় ‘নিষ্ঠুরতা’ বলা যায় না।

(পড়ুন। ‘কেন মারলে ছেলেকে?’ CEO-কে প্রশ্ন স্বামীর, পালটা জবাব সূচনার, চরম নাটক থানায়) 

২০২০ সালের ১৩ জুলাই ওই মহিলার বিয়ে হয়। আদালতে তাঁর অভিযোগে মহিলা দাবি করেন, ওই বছরই নভেম্বরে তাঁকে তাঁর শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এর পর তিনি ৯ জানুয়ারি, ২০২১-এ একটি এফআইআর দায়ের করেন। আদালতে তিনি দাবি করেন, বিয়ের পর থেকে তাঁর স্বামী তাঁর সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারেননি।

পড়ুন। মোদীর উদ্বোধনের পরেই অটল সেতু যেন পিকনিক স্পট! ফুর্তির ফোয়ারা!

এর পর অভিযুক্তরা এফআইআর বাতিলের জন্য আদালতের দ্বারস্থ হন। সেই মামলায় আদালত বলে যে ছোটখাটো ঝগড়া আইপিসির ৪৯৮এ ধারায় নিষ্ঠুরতা বলা যায় না। আদালতের মতে, ৪৯৮এ ধারার অধীনে কোনও অপরাধ প্রমাণ করার জন্য, এটি প্রতিষ্ঠিত করতে হবে যে মহিলাটি ক্রমাগত বা অবিচ্ছিন্ন ভাবে নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন।

আদালত মামলাটিকে খারিজ করে দিয়েছে এবং দুই আত্মীয়ের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে এফআইআর খারিজ করে দিয়েছে।