‘Their Chapter Is Closed’: Aakash Chopra On Veteran Middle-order Duo’s India Chances Get To Know

মুম্বই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে তাঁদের সুযোগ হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম দুটো ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। কিন্তু সেখানেও তাঁদের সুযোগ হয়নি। তবে কি ভারতীয় দলের দরজা চিরকালের মত বন্ধ হয়ে গেল চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের জন্য? প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া অন্তত তেমনটাই মনে করেন। তিনি মনে করেন ভারতীয় ক্রিকেটে হয়ত আর ফেরা হবে না এই ২ অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটারের। তবে আইপিএলে ধোনির নেতৃত্বে সিএসকের হয়ে আরও কিছুদিন এই দুই তারকা খেলতে পারবেন বলে মনে করেন আকাশ।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ”ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াডে রাখা হয়নি রাহানে, পূজারাকে। আমার মনে হয় ওদের সময় জাতীয় দলে ফুরিয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে ওদের নেওয়া হয়নি। তখনই আন্দাজ করা গিয়েছিল। কারণ ওখানেই ওদের দলে নেওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ ছিল। দেশের মাটিতেও টেস্ট সিরিজে দলে নেওয়া হল না এবার।” এরপরই প্রাক্তন ভারতীয় ওপেনার আরও বলেন, ”অজিঙ্ক রাহানের আইপিএল কেরিয়ার এখনও টিকে রয়েছে। গত মরশুমে আইপিএলে ভাল পারফর্ম করেছিল ও। চেন্নাইয়ে খেলাটা গুরুত্বপূর্ণ নয়। তার থেকে বরং চেন্নাইয়ের জার্সিতে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেখানে ধোনি রয়েছেন।”

উল্লেখ্য, পূজারা ও রাহানে দেশের জার্সিতে খেলে আসছেন ২০১০ এর পরবর্তী সময় থেকেই। পূজারা এখনও পর্যন্ত মোট ১০৩ টেস্ট খেলে ৭১৯৫ রান করেছেন। ৪৩.৬০ গড়। সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৯টি। অর্ধশতরান রয়েছে ৩৫টি। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ২০৬। রাহানে দেশের হয়ে ৮৫টি টেস্ট খেলেছেন। ৫০৭৭ রান করেছেন। ঝুলিতে রয়েছে ১২টি সেঞ্চুরি ২৬টি অর্ধশতরান। ব্য়ক্তিগত সর্বোচ্চ ১৮৮। 

২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ় খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ়ের প্রথম দুই ম্যাচের জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করে দিল বিসিসিআই। ১৬ জনের দলে বড় চমক বলতে ধ্রুব জুরেল (Dhruv Jurel)। প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন তরুণ কিপার-ব্যাটার। দলে রয়েছেন বাংলার মুকেশ কুমারও। তবে মহম্মদ শামি দলে নেই। ঈশান কিষাণকে এই দুই টেস্টের দলে রাখা হয়নি। 

তিন উইকেট-কিপার ব্যাটার, চার স্পিনার এবং চার ফাস্ট বোলার সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে শ্রেয়সের ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে তিনি সুযোগ পেয়েছেন।