Car Accident: অন্ত্যেষ্টির কাজের জিনিস দিতে যাওয়ার সময় দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

এক আত্মীয়ের অন্ত্যেষ্টির কাজের জন্য জিনিসপত্র দিতে গিয়ে দুঘর্টনার পড়ল গাড়ি। মারা গেলেন একই পরিবারের তিনজন। জানা গিয়েছে, রবিবার একটি ছোট গাড়িতে চেপে ৫ জন গ্যাংটকের তাদং থেকে বীরপাড়ায় যাচ্ছিলেন ওই আত্মীয়ের বাড়ি। পথে গাড়ির সামনে চলে আসে একটি টোটো বাইক। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ছটি পাল্টি খেয়ে রাস্তার ধারে এসে পড়ে। এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি নাগরাকাটার ধরণীপুর চা বাগানের সামনে ১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। সেই সময় গাড়িতে মোট পাঁচজন ছিলেন। তিনজন মহিলা ও দুজন পুরুষ। তাঁদের মধ্যে তিনজন মহিলার মৃত্যু হয়েছে। চালকের আসনে যিনি ছিলেন, তাঁর দাবি গাড়িতে একজন শিশুও ছিল। সেই শিশুটিকে পাওয়া যাচ্ছে না।

পড়ুন। কলকাতায় পারমিট ছাড়া বাস চললে কড়া ব্যবস্থা, নজরদারিতে টিম গঠনের নির্দেশ HC-র

দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ৫ জনকে উদ্ধার করে সুলকাপাড়া ও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে তিনজন মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পড়ুন। সহবাসের পর প্রতারণার অভিযোগ, প্রেমিকের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা তরুণীর

দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জীব খারকো সাংবাদমাধ্যমকে বলেন, ‘সিকিমের দিক থেকে গাড়িটা আসছিল। সামনে একটি বাইক আর টোটো চলে আসে। ওদের বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ-ছয় পাল্টি খায়। দেখে মনে হল তিন জন মারা গিয়েছে। গাড়িতে নাকি একটি বাচ্চা ছিল। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’

দুঘর্টনার পর গাড়িটি রাস্তার ধারে পড়ে ছিল। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে গাড়ি থেকে আহতদের উদ্ধার করে।