Primary Teacher Recruitment case: এখনই মেধা তালিকা প্রকাশ নয়, প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার জট কাটেনি সুপ্রিম কোর্টে

প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা শেষ পর্যন্ত কোনও অগ্রগতি হল না। ঝুলেই রইল সুপ্রিম কোর্টে। এনিয়ে কোনও নিষ্পত্তি হল না। আগেই নির্দেশ দেওয়া হয়েছিল এখনই পর্ষদ মেধা তালিকা প্রকাশ করতে পারবে না। আদালতের নির্দেশ ছাড়া এটা করা যাবে না। নতুন করে কোনও নির্দেশ না আসা পর্যন্ত আগের নির্দেশ বহাল থাকবে। এদিকে এই মামলায় শেষ পর্যন্ত কী হয় সেদিকে তাকিয়ে ছিলেন প্রচুর কর্মপ্রার্থী। কিন্তু তাদের আবার ২২ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ ২২ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে।

২০২২ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট থেকে ছাড়পত্র মেলেনি।

সূত্রের খবর, গত বছর সেপ্টেম্বর মাসে পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, টেট উত্তীর্ণ হওয়া ২০২০-২০২২ শিক্ষাবর্ষে প্রশিক্ষণরত ডিএলএড প্রার্থীরা ও ওই কোর্সের প্রথম বর্ষের প্রার্থীরা ওই পরীক্ষায় বসতে পারবেন। পরে আবার এনিয়ে মামলাও হয়েছিল। কিন্তু সেই সময় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় পর্ষদের ওই বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়েছিলেন। পরে আবার দুই বিচারপতির বেঞ্চ ওই নির্দেশকে খারিজ করে দেন। তাঁদের তরফে বলা হয়েছিল যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। প্রশিক্ষণ যারা শেষ করেছেন তাদের জন্য়ই পরীক্ষার দরজা খোলা।

এদিকে মামলাকারীদের আইনজীবীদের যুক্তি ছিল পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে ওই কোর্সের ২০২০-২২ শিক্ষাবর্ষ শেষ হচ্ছে জুন মাসে। নিয়োগ প্রক্রিয়া শুরু হবে নভেম্বর মাস থেকে। সেক্ষেত্রে ডিএলএড প্রশিক্ষণ যারা নিচ্ছেন তাদের সুযোগ দেওয়ার ব্যাপারে আবেদন করা হয়। তবে গত বছর ২৮ শে জুলাই সুপ্রিম কোর্ট জানিয়েছিল আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ প্রক্রিয়ার কোনও মেধা তালিকা প্রকাশ করতে পারবে না পর্ষদ।

সেক্ষেত্রে এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। তবে এখনও এনিয়ে জট কাটেনি। মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টেই।