Cash for Job: পরীক্ষা না দিয়েই নবম থেকে একাদশে চাকরি করছেন ৫৮ জন, আদালতে জানাল SSC

নিয়োগ দুর্নীতিতে আদালতে হলফানামা দিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি SSC-র। কমিশনের তরফে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের সামনে স্বীকার করা হয়েছে, নবম – দশম ও একাদশ দ্বাদশ মিলিয়ে রাজ্যে এমন ৫৮ জন শিক্ষক রয়েছেন যাদের নিয়োগ দেয়নি SSC। কী করে তাঁরা চাকরি পেলেন তাও জানা নেই কমিশনের।

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে SSC স্বীকার করেছে, নবম – দশমে ৪০ জন ও একাদশ – দ্বাদশে ১৮ জন এমন শিক্ষক রয়েছে যাদের নিয়োগ দেয়নি তারা। তারা লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ কোনও প্রক্রিয়াতেই অংশগ্রহণ করেনি। তার পরও কী করে তারা চাকরি পেল তা জানা নেই SSC-র।

ওদিকে আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকে যে ইন্টারভিউ হয়েছে তাতেও বেনিয়ম হয়েছে বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, আদালতের নির্দেশে ইন্টারভিউ ও কাউন্সেলিং হলেও তাতে বড় রকমের গরমিল রয়েছে। অনেক ক্ষেত্রে বেশি নম্বর পাওয়া প্রার্থীরা ডাক পাননি। টেটের নম্বরে গোলমাল রয়েছে। শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ নম্বরেও কারচুপি করা হয়েছে। তাছাড়া শূন্যপদের অনুপাতে ডাক পাওয়া প্রার্থীর সংখ্যা নিয়মানুসারে নয়।

পরীক্ষার ৮ বছর পর আদালতের নির্দেশে গত ২১ অক্টোবর উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে SSC. তাদের দাবি, মোট ৮৯০০ জনের কাউন্সেলিং হয়েছে। কাউন্সেলিংয়ে ১০২৫ জন অনুপস্থিত ছিলেন। কাউন্সেলিংয়ে এসেও ৯৪ জন স্কুল নির্বাচন করেননি। শূন্যপদ পূরণে দ্বিতীয় কাউন্সেলিং হবে বলে জানানো হয়েছে SSCর তরফে। কাউন্সেলিংয়ের নির্দেশ দিলেও আদালতের নির্দেশ ছাড়া SSC নিয়োগ দিতে পারবে না বলে জানিয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।