Infosys: নারায়ণমূর্তিকে চাকরি দিতে চায়নি Wipro, সিদ্ধান্ত কি সঠিক ছিল? কী জানিয়েছেন প্রেমজি?

নারায়ণ মূর্তি। ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা। তিনি জানিয়েছেন, ইউপ্রো একবার তাকে চাকরি দিতে চায়নি। আর তারপর ভেঙে না পড়ে নতুন করে কোম্পানি তৈরির চেষ্টা করেন নারায়ণ মূর্তি। আর সেই জেদ থেকেই জন্ম নিল ইনফোসিস। তবে সেই কোম্পানি তৈরিতে আরও ৬জন বন্ধু ইঞ্জিনিয়ারের অবদান ছিল বলে দাবি করেছেন তিনি।

উইপ্রোর এক্স চেয়ারম্যান আজিম প্রেমজি। একবার নারায়ণমূর্তির কাছে স্বীকার করে নিয়েছিলেন, ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতাকে তিনি চাকরি দেননি। আর এটা ছিল তাঁর জীবনের একটা বড় ভুল। হিন্দুস্তান টাইমস সূত্রে খবর, সিএনবিসি টিভি ১৮ এর একটি সাক্ষাৎকার দিয়েছিলেন নারায়ণ মূর্তি। তিনি জানিয়েছেন, আজিম একবার স্বীকার করেছিলেন যে তাঁকে( নারায়ণ মূর্তিকে) চাকরি না দেওয়াটা তাঁর একটা বড় ভুল ছিল। আর সেটাই যদি সেদিন সম্ভব হত তবে ইউপ্রোর সঙ্গে প্রতিযোগিতার কোনও ব্যাপারই হত না।

আজিম প্রেমজির বাবা এমএইচ হাসাম প্রেমজি ১৯৪৫ সালে তৈরি করেছিলেন উইপ্রো. আর  ১৯৮১ সালে নায়ারণমূর্তি সহ আরও ৬জন তৈরি করেছিলেন ইনফোসিস। দুটি কোম্পানিই বেঙ্গালুরুতে তৈরি।

মাত্র ১০,০০০ টাকা দিয়ে পথ চলা শুরু করেছিল ইনফোসিস। সুধা মূর্তি ছিলেন পাশে। আর সেই সুধাকেই ইনফোসিসে চাকরি দিতে চাননি নারায়ণ মূর্তি। তবে পরে এনিয়ে আফসোস করেছিলেন নারায়ণ মূর্তি। তিনি জানিয়েছিলেন সুধা আমাদের সাতজনের চেয়ে আরও যোগ্যতাসম্পন্ন ছিলেন।

তবে নারায়ণমূর্তি প্রথমেই যে ইনফোসিস খুললেন আর তাক লাগানো সাফল্য পেয়ে গেলেন এমনটা নয়, তিনি ইনফোসিস খোলার আগে সফট্রনিক্স খুলেছিলেন। কিন্তু সেটা ব্যর্থ হয়। এরপর তিনি পুনেতে পাটনি কম্পিউটার সিস্টেমে যোগ দিয়েছিলেন। কিন্তু ইনফোসিস ছিল তাঁর স্বপ্নে। আর সেই স্বপ্ন পূরণ করতে সব শক্তি প্রয়োগ করেছিলেন নারায়ণমূর্তি। সেই স্বপ্ন সফলও হয়েছিল। তবে বরাবরের জন্য় পাশে ছিলেন সুধা মূর্তি। সব সময় তিনি পাশে ছিলেন। সবরকমভাবে সহায়তা করেছিলেন ইনফোসিসকে। আর সেই ইনফোসিসের আজ জগৎজোড়া নাম।