Bowlers In Focus As India Take On Afghanistan For The 3rd T20I In Chinnaswamy Stadium

বেঙ্গালুরু: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুই ম্য়াচে দুই দাপুটে জয়ে তিন ম্যাচের সিরিজ় ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে ভারতীয় দল। আপাত অর্থে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইব্রাহিম জাদরানদের বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় টি-টোয়েন্টি (IND vs AFG 3rd T20I) তাই নিয়মরক্ষারই। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ, যা এই ম্যাচকে বাড়তি গুরুত্ব প্রদান করছে।

বিশ্বকাপে যে রোহিতই ভারতকে নেতৃত্ব দেবেন, তা একপ্রকার প্রায় নিশ্চিত। বিরাট কোহলির জায়গা নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, নতুন ভঙ্গিমায় ব্যাট হাতে এই সিরিজ়ে নিজেকে চেনাচ্ছেন কোহলি। তাঁর শুরু থেকেই আগ্রাসী ব্য়াটিং, বড় শট হাঁকানোর চেষ্টা, এ যেন এক অন্য় কোহলি। এই কোহলিকেই বেঙ্গালুরুতেও ফের একবার দেখতে ভিড় জমাবেন দর্শকরা। সিরিজ়ের বড় পাওনা বলতে মিডল অর্ডারে শিবম দুবের ব্যাটিং। মিডল ওভারে অতীতে যেখানে ভারতের বিরুদ্ধে রান করার গতি কমিয়ে ফেলার অভিযোগ উঠেছিল, সেখানে দুবের বড় শট হাঁকানোর দক্ষতা অবশ্যই টিম ইন্ডিয়ার জন্য় বড় ইতিবাচক দিক।

ভারতীয় দলের খানিক চিন্তার বিষয় বলতে দলের বোলিং। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের মতো নিয়মিতরা সিরিজ়ে খেলছেন না বটে। তবে অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোই, মুকেশ কুমারদের নিয়ে তৈরি ভারতীয় বোলিং লাইন আপ কিন্তু একেবারে দুর্বল নয়। ভারতীয় বোলাররা সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষদের অল্প রানে বেঁধে রাখতে ব্যর্থই হয়েছে। চিন্নাস্বামীর ছোট মাঠ, ব্যাটিং সহায়ক পিচে রান রোখা বোলারদের জন্য বড় চ্য়ালেঞ্জ হতে চলেছে।

অবশ্য অর্শদীপ সিংহ কিন্তু এক্ষেত্রে ইতিবাচক দিকটাই দেখছেন। তাঁর মতে এই মাঠে রান করার জন্য ব্যাটাররা চাপে থাকবেন এবং তার থেকে উইকেট পাওয়ার সম্ভাবনাও বাড়বে। তিনি ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এই পরিস্থিতিতে বোলারদের থেকে ব্যাটাররাই বেশি চাপে থাকে। বোলার হিসাবে আমাদের এহেন পরিস্থিতিতে হারানোর তেমন কিছু থাকে না। ব্যাটারদের জন্য কিন্তু বিষয়টা উল্টো। ওরা সবসময় এমন মাঠে আরও বেশি করে বাউন্ডারি মারার চাপে থাকে। এক্ষেত্রে ব্যাটাররা বেশি ঝুঁকি নিতে গেলে, অধিক উইকেট পাওয়ার সম্ভাবনাও তো থাকে। সুতরাং, পাটা পিচ এবং ছোট বাউন্ডারির মাঠে ব্যাটার আউট করার সুযোগ যে কোনও সময় আসতে পারে।’

ভারতীয় দল নিয়মরক্ষার ম্যাচে বিশ্বকাপের আগে আবেশ খান, কুলদীপ যাদবদের পরখ করে দেখে নেওয়ার জন্য এই ম্যাচে নিজেদের একাদশে কোনও বদল ঘটায় কি না, সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: অর্শদীপের হাতে নয়া অস্ত্র! বিশ্বকাপের কথা মাথায় রেখেই কি নতুন বলের প্রচেষ্টায় তারকা বোলার?