Flight Fog Delays: কুয়াশায় বিমান দেরিতে: যাত্রী ভোগান্তি কমানোর ব্যবস্থা করুন, নির্দেশ মন্ত্রীর

নেহা এলএম ত্রিপাঠি

কুয়াশায় বিপর্যস্ত বিমান পরিষেবা।যাত্রীদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে। আর এবার তানিয়ে বিশেষ নির্দেশ দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন সমস্ত বিমানসংস্থাকে জানিয়ে দেবে নানা কারণে বিমান বাতিল হলে সেটা যাত্রীদের যথাযথভাবে জানিয়ে দিতে হবে। এনিয়ে যাত্রীদের কাছে যাতে যথাযথ তথ্য় পৌঁছে দেওয়া হয় সেব্যাপারে বলা হয়েছে। বিমান বাতিল সংক্রান্ত ব্যাপারে ও প্রতিকূল আবহাওয়ার জন্য দেরি হলে সেই সংক্রান্ত খবর যত দ্রুত সম্ভব পৌঁছে দিতে হবে যাত্রীদের। সেই সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করার ব্যাপারে বলা হয়েছে। সোমবার এব্যাাপরে জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ডিজিসিএ বিমান সংস্থাগুলির জন্য় একটি এসওপি ইস্যু করবে। বিমান বাতিল হলে বা কুয়াশার জন্য় বিমানে দেরি হলে যাতে যাত্রীদের ভোগান্তি কম হয় তার ব্যবস্থা করতে হবে।

কেন্দ্রীয় মন্ত্রী এনিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন। তিনি লিখেছেন যাত্রীদের কাছে একান্ত অনুরোধ এই সংকটের সময় আমাদের সঙ্গে থাকুন। যাত্রীদের সমস্যা যাতে না বাড়ে সেকারণে সকলেই চেষ্টা করছেন। আমি সকলকে নিশ্চিত করতে চাই যে সকলেই দিন রাত কাজ করছেন যাতে কুয়াশা সংক্রান্ত বিলম্বের ব্যাপারটা যতটা সম্ভব কম করা যায়।

এদিকে গত কয়েকদিন ধরেই একের পর এক ফ্লাইট বাতিল করা হচ্ছে। দিল্লিতে দৃশ্যমানতা ক্রমেই কমছে। তার জেরে অন্তত ৪০০ বিমান দেরিতে চলছে। বহু বিমান বাতিল করা হয়েছে বা রুট বদলে দেওয়া হয়েছে।

মন্ত্রী জানিয়েছেন, CAT III রানওয়ে থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে অপারেশন বন্ধ করতে বাধ্য হতে হয়েছে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এটা করতে হয়েছে। বিমান চালনার ক্ষেত্রে এটা সবার আগে দেখা হয়।

এদিকে এই বিমান দেরিতে চলা নিয়ে নানা ঝামেলা হচ্ছে যাত্রীদের সঙ্গে বিমান সংস্থার। গোয়াগামী ইন্ডিগোর ফ্লাইটের এক যাত্রী এক পাইলটের উপর চড়াও হয়েছিলেন বলে অভিযোগ। পরে তাকে লোকাল পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে দাবি করেছে বিমান সংস্থা।