Chinese Manja: ঘুড়ির উৎসবে চিনা মাঞ্জার ব্যবহারে বাড়ছে বিপদ, ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৫ জনের

দেশজুড়ে চলছে মকর সংক্রান্তি উৎসব। সেই উৎসবকে ঘিরে শুরু হয়েছে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। আর তাতেই বাড়ছে বিপদ। ঘুড়িতে চিনা মাঞ্জা ব্যবহার করার ফলে তা মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। এর ফলে মৃত্যু হচ্ছে বহু মানুষের। চিনা মাঞ্জার ফলে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্তে ৫ জনের মৃত্যু হল। যার মধ্যে গুজরাটে চারজন এবং মধ্যপ্রদেশে একজন চিনা মাঞ্জার কারণে মারা গিয়েছে। পাঁচজনই বাইকে ছিলেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন মুম্বইয়ের একজন কৃষক।

আরও পড়ুন: হায়দরাবাদে চিনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু সেনা জওয়ানের, তদন্তে পুলিশ

রবিবার বাইকে করে যাচ্ছিলেন গুজরাটের ভাবনগরের বাসিন্দা লস্কর চৌহান (৪৮)। সেই সময় চিনা মাঞ্জায় তার গলা কেটে মৃত্যু হয়। একইভাবে সোমবার পঞ্চমহলে চার বছর বয়সি এক শিশু বাবার সঙ্গে সাইকেলে যাওয়ার সময় চিনা মাঞ্জা গলায় জড়িয়ে যায়। তাতে মৃত্যু হয় ওই শিশুর। ভাদোদরা জেলায় ২০ বছর বয়সি যুবক অঙ্কিত ভাসাভা বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় একটি ঘুড়ির মাঞ্জা তার ঘাড়ে জড়িয়ে যায় এবং কেটে যায়। ঘটনায় তিনি বাইক থেকে পড়ে মারা যান।  সুরাটেও একই ধরনের ঘটনা ঘটেছে। ৪৫ বছর বয়সি এক মহিলা স্বামীর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন। তখন তার স্বামীর গলায় চিনা মাঞ্জা জড়িয়ে যায়। ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই বাইরে থেকে পড়ে যান। এর ফলে মাথায় গুরুতর আঘাতের কারণে মারা যান ওই মহিলা।

অন্যদিকে, রবিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের ধর শহরে চিনা মাঞ্জা গলায় জড়িয়ে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম কণিষ্ক। সে বাবার সঙ্গে খাবার কিনতে মোটরসাইকেলে করে বেরিয়েছিল। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মাঞ্জা বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বাসিন্দারা পরে ইন্দোর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ইন্দোর–আমেদাবাদ হাইওয়ের হাটওয়াদা চত্বরে দেহ রেখে প্রতিবাদ করেন।প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ চলে। সরকারের তরফে তার পরিবারকে শেষকৃত্যের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন স্থানীয়রা।

অন্যদিকে, মহারাষ্ট্রের নাসিক জেলার ওয়াদজিরের এক কৃষক চিনা মাঞ্জায় গুরুতর আহত হয়েছেন। ওই কৃষকের নাম উত্তম আভাদে। তার ঘাড় কেটে যায়। তিনি রবিবার সন্ধ্যায় তার বাইকে করে একটি সবজি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তখন চিনা মাঞ্জায়  আহত হন। প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচার হয়। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। অন্যদিকে, হায়দরাবাদে চিনা মাঞ্জায় গলা কেটে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।