Kolkata book fair 2024: বইমেলায় জাগো বাংলার স্টলে ৫টি বই প্রকাশিত হবে মুখ্যমন্ত্রীর

এ বছর জাগো বাংলার স্টলে থাকবে বড় চমক। এই স্টল থেকেই প্রকাশিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচটি বই। ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। প্রতিবারের মতো এবারও ভিড় টানবে জাগো বাংলার স্টল। 

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জাগো বাংলার স্টলের থিম ‘ভারতীয় সংবিধান’। এবার এই স্টলে ভারতীয় সংবিধানের ইতিহাস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা তুলে দেওয়া হবে। এছাড়া ওই স্টল থেকেই মুখ্যমন্ত্রীর পাঁচটি বই প্রকাশিত হবে।  

বিভিন্ন ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রী বই লেখেন। প্রতিবছর বইমেলায় একাধিক বই প্রকাশিত হয়।  ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বইয়ের সংখ্যা একশ ছাপিয়েছে। গতবার বইমেলায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কত বই বের হয় তার হিসাব তিনি নিজেই রাখেন না। এবারও মুখ্যমন্ত্রীর মুখমন্ত্রী বই প্রকাশিত হবে বইমেলায় 

এই পাঁচটি  বইয়ের মধ্যে থাকছে রাজ্যের বিভিন্ন জেলা নিয়ে একটি বই। এর সঙ্গে হেরিটেজ নিয়ে একটি বই থাকছে। আরও জানা গিয়েছে, ভুলে যাওয়া স্বাধানীতা সংগ্রামীদের নিয়ে একটি বই লিখেছেন মুখ্যমন্ত্রী সেই বইটি এবারের বই মেলায় প্রকাশিত হবে। 

(পডুন। বইমেলায় ২০ শতাংশ ছাড় ঘোষণা করে সিদ্ধান্ত প্রত্যাহার, বিতর্ক তুঙ্গে)

প্রসঙ্গত, গত বছর ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল বইমেলা। এবছর কিছুটা এগিয়েই বইমেলা হবে।  উল্লেখযোগ্য এ বারের বইমেলায় দু’টি শনি-রবিবার পড়েছে। ২৩ এবং ২৬ জানুয়ারি ছুটির দিন। ওই দিনগুলিতে ভিড় বেশি হওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। এ বারের মেলা গত বারের ভিড়কে ছাপিয়ে যেতে পারে বলেও তাঁদের অনুমান।

পড়ুন। রং লোগো লাগানোর নির্দেশ মানা সম্ভব নয়, মোদীকে চিঠি মমতার

খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই বইমেলার উদ্বোধন করবেন। বইমেলায় দর্শনার্থীদের নিরাপত্তার জন্য কার্যত ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে বইমেলা প্রাঙ্গণ। তাছাড়া এবার সকলকে উদ্বোধনের আগে বইমেলায় বই নিয়ে আসতে বলা হয়েছে। ফলে সেক্ষেত্রে উদ্বোধনের আগেই বইমেলা সেজে উঠবে।