IND Vs AFG: Arsheep Singh Claims Batters Would Be Under More Pressure In Chinnaswamy’s Batting Friendly Wicket

বেঙ্গালুরু: আফগানিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ় নিজেদের নামে করে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আপাত অর্থে নিয়মরক্ষার এক ম্যাচে কাল দুই দল একে অপরের মুখোমুখি হবে তৃতীয় টি-টোয়োন্টিতে (IND vs AFG 3rd T2OI)। তবে প্রতিপক্ষ, পরিস্থিতি যেমনই হোক না কেন, ভারতীয় দলের কাছে ম্যাচ কিন্তু কখনওই কেবল নিয়মরক্ষার হয় না বলে দাবি দলের তরুণ ফাস্ট বোলার অর্শদীপ সিংহের (Arshdeep Singh)।

সিরিজ়ের অন্তিম ম্যাচের আগে তরুণ তুর্কি সাংবাদিক সম্মলনে বলেন, ‘খেলোয়াড় হিসাবে আমরা যখন মাঠে নামি, তখন কখনই সিরিজ়ের স্কোরলাইন কী বা গত ম্যাচে কী হয়েছিল, সেটা নিয়ে মাথা ঘামাই না। পরিবর্তে মাঠের পরিবেশ কেমন, আমরা কীভাবে পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারি, পিচের সঙ্গে মানিয়ে নিতে পারি সেইদিকেই নজর রাখি। সিরিজ় ২-০ রয়েছ বা কী রয়েছে, সেটা ভাবার থেকে প্রতি ম্যাচে নিজেদের আরেকটু করে উন্নতি করার লক্ষ্যে থাকি আমরা।’ 

বেঙ্গালুরুতে আয়োজিত হবে ভারত-আফগানদের তৃতীয় টি-টোয়েন্টি। চিন্নাস্বামীর ব্যাটিং সহায়ক পিচ, তার উপর বাউন্ডারিও ছোট। এমন মাঠে বোলারদের কাছে রান রোখাটা বড্ড চাপেরই। তবে অর্শদীপের থিওরি কিন্তু সম্পূর্ণ উল্টো। তাঁর দাবি এই পরিস্থিতিতে বোলারদের থেকে ব্যাটাররাই বেশি চাপে থাকে। বোলার হিসাবে আমাদের এহেন পরিস্থিতিতে হারানোর তেমন কিছু থাকে না। ব্যাটারদের জন্য কিন্তু বিষয়টা উল্টো। ওরা সবসময় এমন মাঠে আরও বেশি করে বাউন্ডারি মারার চাপে থাকে। এক্ষেত্রে ব্যাটাররা বেশি ঝুঁকি নিতে গেলে, অধিক উইকেট পাওয়ার সম্ভাবনাও তো থাকে। সুতরাং, পাটা পিচ এবং ছোট বাউন্ডারির মাঠে ব্যাটার আউট করার সুযোগ যে কোনও সময় আসতে পারে।

বিগত বছরটা তাঁর জন্য ভাল, খারাপ মিলিয়ে মিশিয়েই কেটেছে। তবে দুই অভিজ্ঞতাই তাঁকে নিজের খেলা উন্নত করতে সাহায্য করছে বলে দাবি অর্শদীপের। তিনি তাঁর পাশে থাকার জন্য টিম ম্যানেজমেন্টকে কৃতজ্ঞতাও জানিয়েছেন। অতীতে ভারতের দলের লম্বা টেল অর্থাৎ বোলারদের ব্যাটিং করার অক্ষমতা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। অর্শদীপ কিন্তু নিজের ব্যাটিং নিয়ে খাটছেন বলেই জানান। তবে নিজের ব্যাটিং নিয়েই দলের এক সিদ্ধান্তে একেবারেই খুশি নন তিনি। এমনকী ম্যানেজমেন্টের কাছে সেই নিয়ে তিনি অভিযোগও করেছিলেন বলেন জানিয়েছেন অর্শদীপ।   

‘আমি কিন্তু নিরন্তরভাবে নিজের ব্যাটিং নিয়ে খাটছি। ব্যাট হাতে চার, ছক্কা হাঁকিয়ে হোক বা অপরদিকে ব্যাটার থাকলে তাঁকে স্ট্রাইক দিয়ে হোক, ব্যাট হাতে যতটা সম্ভব দলের কাজে লাগতে চাই। বাউন্সারের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে তো আঘাতও লাগে। তবে গত ম্যাচে আমায় টিম শিট অনুযায়ী ১০ নম্বরে নামানোর কথা ছিল। এই বিষয়টা নিয়ে আমার ব্যাটিং কোচের সঙ্গে কথাও হয়। আমার মনে হয় আমি নয় নম্বরে ব্যাট করতে পারি। দশে ব্যাট করানোর এই সিদ্ধান্ত একেবারেই আমার মনঃপুত হয়নি।’ বলেন ভারতীয় তারকা।

আরও পড়ুন: আইসিসির বিচারে ডিসেম্বরের সেরা ভারতীয় তারকা, পুরুষদের সেরা প্যাট কামিন্স