Suvendu vs Mamata: ‘হিংসা ছড়ানোয় উসকানি দিতে পারেন মমতা’, বোসকে আধাসেনা নামানোর আবেদন শুভেন্দুর

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্যে হিংসা ছড়ানোর আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই আগাম সতর্কতা হিসাবে রাজ্যের স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে কেন্দ্রকে আবেদন করতে রাজ্যপালকে অনুরোধ করলেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এই আবেদন জানান। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘আমি মহামান্য রাজ্যপালকে বলব, উনি অবিলম্বে স্পর্শকাতর এলাকাগুলিতে আধাসেনা মোতায়েনের জন্য কেন্দ্র সরকারকে জানান। বিগত রাম নবমী থেকে শুরু করে CAAকে NRCর তকমা দিয়ে যে সব জায়গায় সম্প্রীতি নষ্ট হয়েছিল, নূপুর শর্মা ইস্যুতেও যা হয়েছিল, সেই সব জায়গা পশ্চিমবাংলার লোক জানে। ওই সব জায়গায় আধাসেনা মোতায়েন করা হোক। এটা আমি বিরোধী দলনেতা হিসাবে দাবি করছি’।

এদিন রাজ্যে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উসকানি দিতে পারেন বলে মন্তব্য করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘মনরেগা আর আবাস যোজনার টাকার দাবিতে রেড রোডে যে ধরনা দিয়েছিলেন, সেখান থেকে রাম নবমীর উসকানিদাতার নাম যদি কিছু হয় তাহলে তা মমতা বন্দ্যোপাধ্যায়। তার উসকানিতেই ডালখোলা, রিষড়া ও শিবপুরের পিএম বস্তিতে দাঙ্গা হয়েছিল। তিনি শুধু রেড রোড থেকে নয়, পরদিন দিঘায় একটি সরাকরি সভা থেকে বিশ্ব হিন্দুব পরিষদ, RSS, বজরং দলসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে দাঙ্গাবাজ বলেছিলেন। বলেছিলেন, ইনশাআল্লাহ, আল্লা তালা, আমার মুসলিম ভাই বোনেরা ঝাঁটা খুন্তি হাতা নিয়ে আপনারা সবাই প্রতিরোধ করুন। ওনার কণ্ঠস্বর হায়দরাবাদের পাকিস্তানপ্রেমী নেতা আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে মিলে যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রেমী মানুষকে বলব, সতর্ক থাকুন, সজাক থাকুন’।