বৃহন্নলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য নিম্ন আদালতের, তীব্র নিন্দা করল বম্বে হাইকোর্ট

একটি মামলায় বৃহন্নলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিল নিম্ন আদালত। তার তীব্র নিন্দা করল বম্বে হাইকোর্ট। এই সংক্রান্ত বম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ, ‘রূপান্তরকামীরাও এই দেশের নাগরিক। তাদেরও অন্যান্য নাগরিকের মতো জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে এবং এই অধিকারের অধীনে তারা সুরক্ষিত।’ নিম্ন আদালতের পর্যবেক্ষণকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন বম্বে হাইকোর্টের বিচারপতি মাধব জমাদার।

আরও পড়ুন: রূপান্তরকামীকে খোঁচা দিয়ে ভিডিয়ো, ৫০ লাখ ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের

মামলার বয়ান অনুযায়ী, পান্ধারপুরের শ্রী বিঠল রুক্মিণী মন্দিরে একজন ভক্তকে হয়রানি ও অপমান করার অভিযোগ উঠেছিল এক বৃহন্নলার বিরুদ্ধে। সেই মামলায় জামিন দিতে অস্বীকার করে জেলা ও দায়রা আদালত। অতিরিক্ত দায়রা জজ এমবি লাম্বে জামিন প্রত্যাখ্যান করে বলেছিলেন, ‘এটা খুব দুর্ভাগ্যজনক যে বৃহন্নলারা মানুষকে হয়রানি করে। পাবলিক প্লেসে, অনুষ্ঠানে, বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়া এবং উদ্বোধনে টাকা দাবি করে। যে কোনও রাস্তায় হাঁটতে থাকা লোকেরাও বৃহন্নলাদের হাত থেকে বাঁচতে পারে না। বৃহন্নলারা আরও সাহসী হয়ে উঠছে। দিন দিন এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। বৃহন্নলাদের কারণে জনসাধারণের নিরাপত্তা ব্যহত হচ্ছে।’ নিম আদালত এই পর্যবেক্ষণ রায়ে রেকর্ড করায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন হাইকোর্টের বিচারপতি। তাঁর মতে, এভাবে নির্দেশে এই কথা রেকর্ড করা একেবারে উচিত হয়নি। জামিনের আবেদন সিদ্ধান্তের জন্য এটি কোনও প্রাসঙ্গিক কারণ নয়। নিম্ন আদালত আরও পর্যবেক্ষণ করেছিল যে এই  ধরনের অপরাধের তদন্ত করা প্রয়োজন এবং বিষয়টিকে উপেক্ষা করা উচিত নয়। বৃহন্নলাদের আচরণের ফলে মানুষ মনে ভয়ের সঞ্চার হচ্ছে।

বম্বে হাইকোর্টের বিচারপতি জামদার নিম্ন আদালতের রায় খারিজ করে ওই বৃহন্নলাকে জামিন দেন। একইসঙ্গে বিচারপতি মন্তব্য করেছেন, নিম্ন আদালতের এই ধরনের পর্যবেক্ষণ অনাকাঙ্ক্ষিত ছিল। সংবিধানের ২১ অনুচ্ছেদ সমস্ত নাগরিকের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে রক্ষা করে। জীবনের অধিকারের মধ্যে মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার অন্তর্ভুক্ত। তাই পর্যবেক্ষণগুলি রেকর্ড করা উচিত হয়নি।