Flavored Cigarette: নিষিদ্ধ ফ্লেভারড সিগারেট! এই দেশে আর পাওয়া যাবে না কোনও সুগন্ধী তামাকজাত পণ্য

আর পাওয়া যাবে না ফ্লেভারড সিগারেট! এমনই সিদ্ধান্ত নিল স্পেন সরকার। মঙ্গলবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে এখন থেকে আর ফ্লেভারড হিটেড টোব্যাকো পাওয়া যাবে না দেশটিতে।

কোনও ভাবেই কোনও ফ্লেভার জাতীয় উপাদান ব্যবহার করা চলবে না তামাক দ্রব্যগুলিতে। সিগারেটের মধ্যেও আর কোনও রকম ফ্লেভার ব্যবহার করা চলবে না এমনই জানিয়েছে স্পেন সরকার।

আরও পড়ুন: অল্প বয়সিদের মধ্যে স্ট্রোকের পরিমাণ বাড়ছে, তার একটা বড় কারণ টের পেলেন চিকিৎসকরা

এই ফ্লেভারড হিটেড টোব্যাকোর ক্ষেত্রে পাইরোলাইসিস নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে তামাক পাতা থেকে নিকোটিন বের করতে উচ্চ তাপের ব্যবহার করা হয়।এক্ষেত্রে পাতাগুলিকে আগুনে পোড়ানো হয় না। 

আরও পড়ুন: বিশ্বের সেরা পানীয় কী জানেন? পৃথিবী জুড়ে বিখ্যাত ভারতের এই তরল

এই বিকল্প পদ্ধতিটি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছিল এই দেশে। এই বিকল্পটিকে ই- সিগারেট সঙ্গেও গুলিয়ে ফেলা হয়। তবে ই সিগারেটের ক্ষেত্রে নিকোটিন যুক্ত তরলকে তাপ দেওয়া হয় এবং এর থেকে ধুঁয়ো বের হয় তবো এই সব সিগারেটে কোনও ভাবেই তামাক পাতা থাকে না। বেশ কিছু দেশে ইতিমধ্যে ব্যান হয়ে গিয়েছে ই-সিগারেটও।

আরও পড়ুন: কোলেস্টেরল কমাবে ইঞ্জেকশন! কীভাবে কাজ করবে এটি? দামই বা কত

স্বাস্থ্য মন্ত্রণালয় ডিক্রির বিবৃতিতে জানিয়েছে, হিটেড তামাকজাত পণ্যের মতো অন্যান্য তামাকজাত পণ্যের ক্ষেত্রেও  একই স্বাস্থ্য সতর্কতা প্রদর্শন করতে হবে।অন্যান্য তামাকজাত পণ্যেও রাখা চলবে না ফ্লেভার।

আরও পড়ুন: আলাদা আঙুলের ছাপের মধ্যেও থাকতে পারে মিল! বহু ধারণা বদলে যেতে পারে এবার

অন্যান্য তামাকজাত পণ্য যেমন সিগারেটের ফিল্টার এবং রোলিং পেপারগুলিতে ফ্লেভারের ব্যবহারও এই ডিক্রিতে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: ভোরবেলা হয় টুসুর বিসর্জন! গ্রাম বাংলার এই পুজোর ইতিহাস জেনে নিন

যদিও সাম্প্রতিক দশকগুলিতে স্পেনে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যদিও নিয়মিত ধূমপায়ীদের সংখ্যা উচ্চ রয়ে গিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, স্পেনের প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন (২৬ শতাংশ) প্রতিদিন তামাক ব্যবহার করেন, যেখানে বৈশ্বিক গড় ২২.৩ শতাংশ।