রাম নিয়ে রাজনীতি করি এটাই আমাদের অপরাধ, প্রকাশ্যে স্বীকার বিজেপি সাংসদের

অযোধ্যায় রাম মন্দির উদ্ধোধনের নামে রামকে নিয়ে যখন BJPর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে সরব বিরোধীরা তখন সেই অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন দলেরই সাংসদ দেবশ্রী চৌধুরী। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য তুলে ধরে তিনি বললেন, অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, আমরা রামকে নিয়ে রাজনীতি করি এটাই আমাদের দোষ।

রায়গঞ্জ বন্দর এলাকায় রাম সীতা মন্দিরে সাফাই কর্মসূচি পালন করেন দেবশ্রী চৌধুরী। এর পর তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, আমরা রামকে নিয়ে রাজনীতি করি, এটাই আমাদের অপরাধ।

দেবশ্রী চৌধুরীর এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, রামকে যেন বদনাম করা না হয়। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে তার বক্তব্যে আরও একবার প্রমাণ হল।লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য দেবশ্রী চৌধুরীকে চ্যালেঞ্জও করেছেন সন্দীপ বিশ্বাস।

দেবশ্রী চৌধুরীর এই ব্যক্তব নিয়ে সোচ্চার হয়েছে সিপিএম। মানুষের প্রকৃত সমস্যাকে গুরুত্ব না দিয়ে কেন্দ্রে বিজেপি রাম মন্দির আর রাজ্যের তৃণমূল কংগ্রেস জগন্নাথ মন্দির নির্মাণে ব্যাস্ত। সিপিএম পার্টি মানুষের প্রকৃত সমস্যা নিয়ে রাজনীতি করে। মানুষের দুবেলা দুমুঠো ভাত, কৃষকের ফসলের নায্য দাম, বেকারদের কাজের দাবিতে আন্দোলন করে।