Ram Lalla idol image inside Ram Mandir: রামমন্দিরের গর্ভগৃহে রামলাল্লা! সামনে প্রথম ছবি, ‘সত্যি হল রামভক্তদের স্বপ্ন’

অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহের ভিতরে ‘রামলাল্লা’-র মূর্তি দেখতে কেমন লাগছে? সেই দৃশ্যের সাক্ষী থাকার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন অনেক মানুষ। অবশেষে তাঁদের প্রতীক্ষার অবসান হল। সামনে এল রামমন্দিরের গর্ভগৃহের ভিতরে থাকা ‘রামলাল্লা’-র মূর্তির প্রথম ছবি। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই ছবিতে দেখা গিয়েছে যে রামলাল্লার মূর্তির মুখ ঢাকা আছে। যা সম্ভবত কোনও কাপড়। আগামী ২২ জানুয়ারি (সোমবার) প্রাণপ্রতিষ্ঠার পরে মূর্তির মুখ উন্মোচন করা হবে। সঙ্গে মূর্তির উপরের অংশে সাদা কাপড়ের কিছু একটা জড়ানো আছে। আর সেই ছবি দেখে নেটপাড়ার একাংশের বক্তব্য, অবশেষে ‘সত্যি হল লাখ-লাখ রামভক্তের স্বপ্ন’। 

রামমন্দিরের গর্ভগৃহে রামলাল্লার যে মূর্তি রাখা হয়েছে, তা তৈরি করেছেন কর্ণাটকের মাইসুরুর ভাস্কর অরুণ যোগীরাজ। গত সোমবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, রামলাল্লার মূর্তির ওজন ১৫০ কিলোগ্রাম থেকে ২০০ কিলোগ্রামের মধ্যে। পাঁচ বছরের বালক হিসেবে রামলাল্লা দাঁড়িয়ে আছেন, এমন আকৃতিতে সেই মূর্তি তৈরি করা হয়েছে। আর ৭০ বছর ধরে রামলাল্লার যে মূর্তি পুজো করা হয়ে আসছে, তাও মন্দিরের গর্ভগৃহে রাখা থাকছে বলে জানিয়েছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: Ram Lalla idol in Garbha Griha: রামমন্দিরের গর্ভগৃহে প্রবেশ ‘রামলাল্লা’-র, যজমান অনিলের আছে হোমিওপ্যাথির ডিগ্রি!

তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে রামলাল্লার মোট তিনটি মূর্তি বেছে নেওয়া হয়েছিল। তিনজন পৃথক ভাস্কর সেই তিনটি মূর্তি তৈরি করেছেন। সেই তিনটির মূর্তির মধ্যে থেকে অরুণের তৈরি মূর্তিই চূড়ান্ত করা হয়েছে। যিনি উত্তরাখণ্ডের কেদারনাথের আদিগুরু শংকরাচার্য এবং ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও তৈরি করেছেন। তিনি রামলাল্লার যে মূর্তি করেছেন, সেই মূর্তির উচ্চতা ৫১ ইঞ্চি। আর ‘ব্ল্যাকস্টোন’ দিয়ে সেই মূর্তি তৈরি করেছেন।

কবে থেকে রামলাল্লার দর্শন করতে পারবেন?

সোমবার প্রাণপ্রতিষ্ঠা হলেও সেদিন থেকে রামলাল্লার দর্শন করতে পারবেন না আমজনতা। আগামী ২৩ জানুয়ারি থেকে তাঁরা রামমন্দিরে আসতে পারবেন। সংশ্লিষ্ট মহলের ধারণা, যেহেতু ২০ জানুয়ারি, ২১ জানুয়ারি এবং ২২ জানুয়ারি দর্শন বন্ধ থাকবে, তাই ২৩ জানুয়ারি প্রবল ভিড় হবে। সেইমতো প্রস্তুতি সেরে রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Ram Temple consecration event: অযোধ্যা সাজাতে চন্দননগর থেকে রওনা দিলেন ১৫০ আলোকশিল্পী, কত টাকার বরাত জানেন?