আলিপুরদুয়ারে স্কুলের মাঠে ‘বন্দুক’ নিয়ে ছুটছে ছাত্র, ঝোপের মধ্য়ে থেকে পুলিশ যা পেল…

ঠিক যেন নাইন এমএম পিস্তল। সেই পিস্তলের মতো দেখতে জিনিসটা উঁচিয়ে দৌড় দিচ্ছে এক ছাত্র। এদিকে তারপরের দিন স্কুলে স্পোর্টস হওয়ার জেরে স্বাভাবিকভাবেই সেখানেই ব্যস্ত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সেই সময় আচমকাই এক ছাত্রকে দেখা যায় একেবারে বন্দুকের মতো কী একটা উঁচিয়ে ছুটছে। আলিপুরদুয়ারের ফালাকাটা থানার রায়চেঙ্গা বিদ্যানিকেতন হাইস্কুলের ঘটনা। গোটা ঘটনায় পড়ুয়াদের মধ্য়ে ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে এবার প্রশ্ন যে পিস্তল ওই পড়ুয়া ব্যবহার করেছিল সেটা কি আসল নাকি নকল?

এদিকে ছাত্রটিকে ওইভাবে ছুটতে দেখে বাকিরাও ছুটতে শুরু করে। পড়ুয়াদের মধ্য়ে মারাত্মক আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়ে অভিভাবকরাও হামলে পড়েন। নানা কথা রটতে থাকে এলাকায়। শেষ পর্যন্ত ওই ছাত্র পাঁচিল টপকে পালিয়ে যায়। এদিকে পাশের একটি ঝোপে সে ওই পিস্তলের মতো দেখতে বস্তুটিকে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ। তবে পরে পুলিশ এসে সেটিকে উদ্ধার করে। তবে তার আগে স্থানীয়রাই ওই জায়গাটি ঘিরে রেখেছিলেন।

কিন্তু পরে জানা যায় ছাত্রের হাতে যেটা ছিল সেটা কোনও বন্দুকই নয়। সেটা আসলে একটা গ্যাস লাইটার। সেটা নিয়েই সে ভয় দেখানোর বা মজা করার চেষ্টা করেছিল। কিন্তু সেটা ছাত্ররা আসল বন্দুক বলে ভুল করেছিল। এরপরই স্কুল চত্বরে এনিয়ে শোরগোল পড়ে যায়। তবে শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে অবস্থা হাতের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কায় দ্রুত ওই স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়।

কিন্তু কেন সে এভাবে লাইটারকে বন্দুকের মতো দেখিয়ে ছুটছিল তা নিয়ে নানা সন্দেহ দানা বেঁধেছে।