Selfie Law: সেলফি তুললেই হবে জেল, নিরাপত্তার স্বার্থে এই শহরে চালু নতুন নিয়ম

চারিদিকে কাঁচের দেওয়াল। ব্রিজের নীচের যানজট। দৌড়োচ্ছ গাড়ি। আর ওই আধুনিক সেতুতে হাঁটতে হাঁটতে গন্তব্যে পৌঁছোচ্ছেন হাজারও মানুষ। ওদিকে ফেলিসিয়া জাহারফের বেহালার মনোরম শব্দও হালকা কানে এসে পৌঁছোচ্ছে। চারপাশের সৌন্দর্য্য ডিজিটাল মাধ্যমে ধরতে কেউ কেউ মাঝে মধ্যে সেলফিও তুলে নিচ্ছেন। আর এই সেলফি তোলার বিষয়টিকেই একেবারে ভালো চোখে দেখছেন না একটি শহরের কর্মকর্তারা।

সরাসরি ঘোষণা করা হয়েছে, আর সেলফি তোলা যাবে না লাস ভেগাস শহরের একটি বিশেষ ব্রিজে উঠে। এই সেতু মূলত পথচারীরা ব্যবহার করেন। কর্মকর্তাদের তরফে জানানো হয়েছে, যে সমস্ত ব্যক্তিরা এই নিয়ম লঙ্ঘন করবেন, সেলফি তুলবেন, তাঁদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ আনা হতে পারে। এবং আদালতে দোষী প্রমাণিত হলে, তাঁদের ছয় মাসের জেলও হতে পারে। সঙ্গে ১ হাজার মার্কিন ডলার জরিমানাও ধার্য হবে।

(আরও পড়ুন: চোখের সামনে বাঘ! চিলচিৎকার পর্যটকদের, ভিডিয়ো দেখলে আঁতকে উঠবেন)

লাস ভেগাসের আগে ইতালির একটি শহরও পর্যটকদের জন্য এই ধরনের কাজের শাস্তি হিসাবে মোটা জরিমানা চালু করেছে। সেখানেও জানানো হায়েছে, জনপ্রিয় ফটোগ্রাফি স্পটগুলিতে সেলফি তোলার জন্য দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকলে মোটা জরিমানা গুণতে হবে।

(আরও পড়ুন: অল্প বয়সীদের মধ্যে তামাক সেবন বৃদ্ধি পেলেও সার্বিক ভাবে কমছে প্রবণতা)

স্বাভাবিকভাবেই ভ্রমণপিপাসু ব্যক্তিরা, যাঁরা ওই সেতু থেকে এক ঝলক লাস ভেগাস শহরটাকে দেখার আশায় থাকেন, ঘুরতে এসে সেই স্মৃতি সেলফিবন্দি করতে পছন্দ করেন, তাঁদের জন্য এই সেলফি না তোলার আইন চালু হচ্ছে। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন চালু করা হল এমন নিয়ম?

হঠাৎ সেলফি না তোলার আইন কেন?

উত্তরে এদিন নেভাডার ক্লার্ক কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল লাস ভেগাসের বিশ্বমানের পর্যটনকে সবার কাছে সমানভাবে পৌঁছে দেওয়া। অর্থাৎ কয়েক জন মানুষের সেলফির কোপে হাজারও মানুষের অসুবিধা হতে পারে। ওই সেতুতে সব সময় ভিড় জমে থাকে। বিশেষত স্ট্রিট পারফর্মাররাও হারিয়ে যান এই ডিজিট্যাল ভিড়ে। তাই তাঁরাও যাতে পথচারী মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে যেতে পারেন, সেদিকেও নজর দেওয়া জরুরি। সবটাই নজরে রেখে তাই কর্মকর্তাদের দাবি, ব্যক্তি নিরাপত্তার স্বার্থে সেতুতে সেলফি তোলা বন্ধ করে দিচ্ছেন তাঁরা।

এদিকে, সামনেই লাস ভেগাস গ্রা প্রি। সে শহরের বিখ্যাত স্পোর্টস। ওই সময় পর্যটকদের সংখ্যাও অনেক বেড়ে যায়। রেসের ছবি তোলার জন্য পথচারীরা সেতুতে ভিড় করেন। এমন ব্যস্ততার মধ্যে সেলফি তোলায় এই নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর হবে, সেটাই দেখার বিষয়। লাস ভেগাস সেলফি নিষেধাজ্ঞা সফল হবে কি না তা কেবল সময়ই বলে দেবে। তবে একটি জিনিস নিশ্চিত, পথচারীদের জন্য থাকা সেতুগুলিতে সেলফি তোলার দিন শেষ।