Crocodile Counting: ছোট্ট ছানারা বাদ, বাবা কুমির-মা কুমির গণনা করা হচ্ছে সুন্দরবনে, ১২ বছর পরে, কীভাবে জানেন?

১,২,৩,৪,৫ করে কুমির গণনা করা হচ্ছে সুন্দরবনে। ১২ বছর পরে কুমির গণনা করা হচ্ছে সুন্দরবনে। ভারতীয় সীমার মধ্য়ে বসবাসকারী কুমিরদের গণনা করা হবে।সুন্দরবনে এই কুমির গণনা করা হবে। মানে মোট কত সংখ্যক কুমির সুন্দরবনে রয়েছে সেটাই গুনে দেখা হবে।

বুধবার প্রায় শতাধিক বনকর্মী ও কুমির বিশেষজ্ঞরা সুন্দরবনের জঙ্গলে ঘুরেছেন। তবে বৃহস্পতিবার ও শুক্রবার খারাপ আবহাওয়ার কারণে এই কুমির গণনার কাজে কিছুটা বিঘ্ন ঘটে। সব মিলিয়ে ২২টি টিম সুন্দরবনে কুমির গণনা করছে। ২০১২ সালে শেষবার কুমির গণনা করা হয়েছিল সুন্দরবনে। 

তবে একেবারে হাতে গুনে মানে ১,২,৩,৪,৫ করে কুমির গণনা করা হচ্ছে সুন্দরবনে। চারপাশে কুমিরের দেখা পেলে সেই কুমিরকেই লিখে রাখা হচ্ছে। তবে এখানেই শেষ নয়। কোথাও কুমিরের উপস্থিতি দেখা গেলে সেখানকার অক্ষাংশ, দ্রাঘিমাংশ মানে কুমিরের অবস্থান, সেখানকার জলের তাপমাত্রা, সেই জলে লবণের পরিমাণ সবটা দেখা হচ্ছে। তারও রেকর্ড রাখা হবে। 

এদিকে শুধু বন্য পশুদেরও গণনার ক্ষেত্রে নানা নিয়ম রয়েছে। উত্তরবঙ্গে নানা সময় গণ্ডার গণনা করা, হাতি গণনা করার নজির রয়েছে। তবে এবার সুন্দবনে হচ্ছে কুমির গণনা। তবে বিশেষজ্ঞদের মতে, এবার কুমিরের সংখ্য়া বাড়তে পারে সুন্দরবনে। কারণ বেশ কিছু কুমির ছাড়া হয়েছিল। সেই কুমিরগুলিকে গণনার আওতায় আনা হবে। 

গতবার সব মিলিয়ে ৩১টি টিম কুমির গণনায় অংশ নিয়েছিল। এবার ২২টি টিম এই কাজ করছে। এদিকে গত বার যখন কুমির সুমারি হয়েছিল তখন দেখা গিয়েছিল ১৪১টি কুমির রয়েছে সুন্দরবনে। এবার কুমিরের সংখ্য়া বাড়ল নাকি কমল সেটাই দেখার। 

তবে অভিজ্ঞমহলের মতে এবার কুমিরের সংখ্য়া বাড়তে পারে। গতবার যত সংখ্যক কুমির ছিল এবার সেই সংখ্য়া অনেকটাই বাড়িতে পারে কারণ কিছু কুমিরকে ছাড়া হয়েছিল সুন্দরবন এলাকায়। সেক্ষেত্রে স্বভাবতই কুমিরের সংখ্য়া বাড়তে পারে সুন্দরবনে। তবে একেবারে ছোট কুমিরদের অর্থাৎ কুমির ছানাকে এই গণনা থেকে বাদ রাখা হয়েছে।