Tiger Viral: চোখের সামনে বাঘ! চিলচিৎকার পর্যটকদের, ভিডিয়ো দেখলে আঁতকে উঠবেন

সাফারির দিকে এগিয়ে যাচ্ছে বাগ! রীতিমতো আতঙ্গে হাড় হিম হয়ে যাচ্ছে পর্যটকদের। চিৎকারও করে উঠছেন বেশ কয়েকজন। এমনই এক ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে নেট মাধ্যমে।

ঘটনাটি ঘটেছে রণথম্ভোর ন্যাশনাল পার্কে। রণথম্ভোর ন্যাশনাল পার্কেরই ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ এই জাদুকরী প্রাণীকে এতো কাছ থেকে দেখার অভিজ্ঞতা কখনই ভোলার নয়। আমরা ভয়ে পেয়ে গিয়েছিলাম কিন্তু টি ১২১ খুবই চঞ্চল একটা বাগ। নিজের চকচকে চেহারা নিয়ে দু’বার আমাদের সামনে আসে বাঘটি। এই স্মৃতি কোনওদিনই ভোলার নয়’।

আরও পড়ুন: মুখের অযাচিত লোম সরাতে চান? কী করবেন ও কী করবেন না জেনে নিন

সাফারি গাড়ির ভেতর থেকে তোলা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে একটি বাঘ গাড়ির দিকে হেঁটে আসছে। মুহুর্তের মধ্যে, বাঘটি গাড়ির খুব কাছাকাছি চলে আসে। এমন সময় মুকেশ নামে এক ব্যক্তিকে ডেকে গাড়ি চালিয়ে চলে যেতে বলতে শোনা যায়।

আরও পড়ুন: ইউরোপে ১৪ লাখ মানুষের প্রাণ বাঁচিয়েছে কোভিড ভ্যাকসিন-WHO

তাঁকে বলতে শোনা যায়, ‘ও আমাদের ঠিক পিছনেই আছে। আবার কেউ কেউ চালককে বাঘের কাছ থেকে গাড়ি সরিয়ে নিয়ে যেতে বলেন।’

ভিডিয়োটি কয়েক মাস আগে পোস্ট করা হয়েছিল। তার পর থেকে প্রায় ২২ লক্ষ ভিউ হয়েছে এই শেয়ারের। পোস্টটিতে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। পর্যটকদের আচরণেরও নিন্দা করেছেন বেশ কয়েকজন।

আরও পড়ুন: নিষিদ্ধ ফ্লেভারড সিগারেট! এই দেশে আর পাওয়া যাবে না কোনও সুগন্ধী তামাকজাত পণ্য

‘বন্য পশুর সামনে এভাবে চিৎকার-চেঁচামেচি করলে জরিমানা হওয়া উচিত!’ বা ‘যেকোনও সাফারিতে যাওয়ার আগে দর্শনার্থীদের সঠিক গাইডলাইন দিতে হবে।’ এমনও মন্তব্য করেন কেউ কেউ।

এ ছাড়াও এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন, ‘ কারও অনুমতি ছাড়া তার বাড়িতে প্রবেশ করার পর চিৎকার করার কোনও মানে হয় না। বাঘ দেখতে না পারলে সাফারিতে যাবেন না! এরকম ভয়ঙ্কর আচরণ করার কোনও মানে হয় না।’

আরও পড়ুন: অল্প বয়সিদের মধ্যে স্ট্রোকের পরিমাণ বাড়ছে, তার একটা বড় কারণ টের পেলেন চিকিৎসকরা

এভাবে সাফারিতে গিয়ে বাঘ দেখার পরে চিলচিৎকার দেখে ক্ষেপেই আগুন পশুপ্রেমীরা। সাফারিতে এই ধরনের আচরণ দেখে ক্ষুব্ধ অনেকেই।