সপ্তম শ্রেণির ছাত্রীকে কান ধরে ওঠবোস করানোয় শিক্ষিকাকে রাস্তায় ‘মার’ বাবা-মা’র

ছাত্রীকে কান ধরে ওঠবোস করানোর জন্য এক শিক্ষিকাকে মারধর করার অভিযোগ উঠল অভিভাবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বজবজ থানার চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের রাজারামপুর উচ্চ বিদ্যালয়ে। এই ঘটনায় ওই অভিভাবকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন শিক্ষিকা। ঘটনায় অভিভাবকের বিরুদ্ধে তিনি মারধরের অভিযোগ জানিয়েছেন। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন অন্যান্য শিক্ষকরা।

আরও পড়ুন: জয় শ্রী রাম স্লোগান দেওয়ায় ছাত্রকে মারধর, শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপের দাবি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষিকার নাম অমৃতা মিত্র দত্ত। স্কুলের পড়া করে না আসায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে কান ধরে ওঠবোস করান এবং দাঁড় করিয়ে রাখেন ওই শিক্ষিকা। অভিযোগ, ছাত্রীটি বাড়িতে ফেরার পর অসুস্থ হয়ে যায়। তাতে অভিভাবকরা কারণ জানতে চাইলে শিক্ষিকার বিরুদ্ধে অভিভাবকদের কাছে অভিযোগ জানায় ওই ছাত্রী। ঘটনায় শিক্ষিকার উপর বেজায় চোটে যান ছাত্রীর বাবা। 

অভিযোগ, তার জেরে পরিবারের ক্ষোভ গিয়ে পড়ে ওই শিক্ষিকার উপর। স্কুলের সামনে শিক্ষিকাকে অটো থেকে টেনে হিঁচড়ে বার করেন ছাত্রীর বাবা অরুণ মণ্ডল। এরপর তাঁকে গালিগালাজ করার পাশাপাশি চুলের মুঠি ধরে মারধর করে বলে অভিযোগ। সেইসময় প্রত্যক্ষদর্শীরা অরুণ মণ্ডলকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু, কিছুক্ষণ পর অভিযুক্ত নিজে বাইকে করে সেখান থেকে চলে যান। ঘটনায় তীব্রভাবে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষিকা। তিনি আর আতঙ্কে স্কুলে যেতে পারেননি। পরে তিনি থানায় অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ জানান।

ঘটনার জেরে শুধুমাত্র আক্রান্ত শিক্ষিকাই নয় স্কুলের অন্যান্য শিক্ষিকারাও আতঙ্কে রয়েছেন। আক্রান্ত শিক্ষিকার সহকর্মীদের বক্তব্য, তিনি শুধুমাত্র ওই ছাত্রীকে একটু বকাবকি করেছিলেন। পরিবারের অভিযোগ, সেই কারণে নাকি ছাত্রীটি অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু সামান্য একটু ঘটনার জন্য শিক্ষিকাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাথী মণ্ডল জানান, ঘটনার জেরে স্কুলের অন্যান্য শিক্ষিকারা আতঙ্কিত হয়ে রয়েছেন। পুলিশ নিরাপত্তার আশ্বাস দিয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে বলে জানা গিয়েছে।