FIH Qualifiers Indian women’s hockey team loses 0-1 Japan fails qualify Paris Olympics

রাঁচি: টোকিও অলিম্পিক্সে চতুর্থ স্থান অধিকার করেছিলেন ভারতীয় মহিলা হকি দল (Indian Womens Hockey Team)। স্বপ্নের দৌড় ছিল তা। কিন্তু শুক্রবার ততটাই হতাশায় ডুব দিলেন ইশিকা, দীপিকারা। জাপানের বিরুদ্ধে ১-০ গোলে হেরে প্যারিস অলিম্পিক্স খেলার স্বপ্নভঙ্গ হয়ে গেল ভারতীয় মহিলা হকি দলের। এফআইএইচ কোয়ালিফায়ারে এদিনের ম্যাচটি তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ। এদিন ম্যাচ জিতলে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করত মহিলা হকি দল। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি তাঁরা। ম্যাচের ৫৮ মিনিটের মাথায় গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি ভারতের তারকা ফরোয়ার্ড সেলিমা।

এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারেই জাপান এগিয়ে গিয়েছিল। খেলার ৬ মিনিটের মাথায় জাপানের হয়ে গোল করেন কানা উঢ়াতা। প্রথম কোয়ার্টারে আরও দুটো গোল হজম করতে হত ভারতকে। কিন্তু সবিতা পুনিয়া দুর্দান্ত সেভ করেন। এরপরেও সেলিমা তেতে দারুণ ব্লক করেন একটি। এরপরের দুটো কোয়ার্টারেও কোনও গোল করতে পারেনি ভারত। আট নম্বর পেনাল্টি কর্নার থেকে সহজ সুযোগ মিস করেন ভারতের ফরোয়ার্ড। 

ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের

কলিঙ্গ সুপার কাপে ডার্বিতে জ্বলল মশাল। মোহনবাগানকে ৩-১ গোলে উড়িয়ে দিল লাল হলুদ ব্রিগেড। পিছিয়ে থেকেও ম্যাচে জয় ছিনিয়ে নিল কার্লেস কুয়াদ্রাতের দল। প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল ১-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে আরও দুটো গোল করে লাল হলুদের ফুটবলাররা। ম্য়াচে জোড়া গোল করেন ক্লেটন সিলভা। আর এই জয়ের ফলে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল কার্লেস কুয়াদ্রাতের দল।

প্রথমার্ধে ১-১ ছিল খেলার স্কোরলাইন। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। খেলার ৬৩ মিনিটের মাথায় দ্বিতীয গোল ইস্টবেঙ্গলের। এবার গোল পেলেন নন্দকুমার। রবি রানারর ভুলের খেসারত দিতে হল সবুজ মেরুনকে। ২-১ গোলে এগিয়ে গেল লাল হলুদ ব্রিগেড। খেলার ৮০ মিনিটের মাথায় ক্লেটন সিলভা নিজের দ্বিতীয় ও ইস্টবেঙ্গলের তৃতীয় গোলটি করলেন। এর মাঝে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি। খেলার ৮০ মিনিটের মাথায় মাঠের ডানপ্রান্ত থেকে মোহনবাগান বক্সের মধ্যে থাকা হিজাজিকে লক্ষ্য করে ক্রস। আহামরি হেডার নয়। সহজেই বলটা ধরে নেওয়ার কথা ছিল মোহনবাগান গোলকিপারের। কিন্তু বলটা ফস্কে দেন। তার সুযোগসন্ধানীর মতো গোল করে যান ক্লেইটন। মোহনবাগান সুপার জায়ান্ট ১-৩ ইস্টবেঙ্গল।

আরও দেখুন