Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের দিন ছুটি ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর

আগামী সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এই উদ্বোধনকে কেন্দ্র করে অধীর আগ্রহে রয়েছেন দেশবাসী। ইতিমধ্যে রাম মন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। তবে এখনও পর্যন্ত সেই পথে হাঁটেনি বাংলার  সরকার। তাই এবার ওইদিন রাজ্যে ছুটি ঘোষণার দাবি  জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই দাবি জানিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন। একই সঙ্গে অযোধ্যায় রামের পবিত্র জন্মভূমি পুনরুদ্ধারের কাহিনীও চিঠিতে লিখেছেন।

আরও পড়ুন: ২২ জানুয়ারি আইনশৃঙ্খলা বজায় রাখতে কী ব্যবস্থা? মুখ্যসচিবের কাছে জানতে চাইলেন বোস

বাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই একাধিক নতুন ছুটি জুড়েছে বাংলার ক্যালেন্ডারে। সে কথা উল্লেখ করে চলতি বছরে রাজ্যবাসীকে বাড়তি ছুটি উপহার দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সুকান্ত মজুমদার। শুধু সরকারি ছুটি ঘোষণায় নয় বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে যাতে ওইদিন ছুটির আওতায় রাখা হয় সেই বিষয়ে অনুরোধ জানিয়েছেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে অর্ধ দিবস ছুটির কথা জানিয়েছে কেন্দ্র সরকার। সেক্ষেত্রে বলা হয়েছে সমস্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠান, কেন্দ্রীয় সরকারি অফিস ও সরকারি শিল্প প্রতিষ্ঠান দুপুর আড়াইটা পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি একাধিক বিজেপি শাসিত রাজ্য রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। যেমন উত্তরপ্রদেশে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের সমস্ত মদের দোকান বন্ধ থাকছে। একই পথে হেঁটে অসম, ছত্তিশগড়, হরিয়ানাতেও মদের দোকান বন্ধ থাকবে। এছাড়াও বিজেপি শাসিত গোয়াতেও সমস্ত সরকারি স্কুল, কলেজে এবং সরকারি অফিস বন্ধ থাকার কথা ঘোষণা করা হয়েছে।

সোমবার বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সরাসরি সম্প্রসারণ করা হবে টেলিভিশন থেকে শুরু করে ইউটিউবে। ফলে গোটা দেশবাসী সরাসরি সম্প্রসারণ দেখতে পারবেন। সেই কারণেই ওই সময় পর্যন্ত ছুটি ঘোষণা করেছে কেন্দ্র সরকার।  যদিও রাজ্য সরকার বিজেপি সভাপতির আবেদনের সাড়া দেবে কিনা সে বিষয়ে স্পষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। কারণ রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বারবার বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে আক্রমণ করেছেন। পালটা ওই দিন অন্য কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। সব ধর্মের প্রতিনিধিদের সংহতি কর্মসূচি করার ডাক দিয়েছে তৃণমূল।