Flights Cancelled: ২৬ জানুয়ারি পর্যন্ত প্রায় ৭০০ বিমান বাতিল, বড় নিয়ন্ত্রণ দিল্লি এয়ারপোর্টে

১৯শে জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এবার প্রায় ৭০০ বিমানকে বাতিল করা হল। দিল্লিগামী ও দিল্লি থেকে বেরিয়ে আসার প্রচুর বিমান বাতিল করা হয়েছে। মূলত Republic Day’র আগে ও পরে প্রতিবছরই নানা ক্ষেত্রে সতর্ক করা হয়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় রাজধানী শহরকে। তবে এবার একের পর এক বিমানকে বাতিল করে ফেলা হল।

শুক্রবার এনিয়ে একটা নোটিশ ইস্যু করা হয়েছে। সেখান বলা হয়েছে, ১৯-২৬ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা ২০ মিনিট থেকে বেলা ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না। এটা বাৎসরিক একটা নিয়ন্ত্রণ বলে উল্লেখ করা হয়েছে। তবে দিল্লি ইন্টারন্য়াশানাল এয়ারপোর্ট লিমিটেড অবশ্য কতগুলি বিমান বাতিল করা হয়েছে সেটা নির্দিষ্টভাবে কিছু জানায়নি। তবে মোটামুটিভাবে যেটা ইঙ্গিত মিলেছে তাতে বোঝা যাচ্ছে এই সংখ্য়াটা ৭০০ হতে পারে।

একাধিক বিমান সংস্থার ফ্লাইট মিলিয়ে এই সংখ্য়াটা দাঁড়াচ্ছে। কেবলমাত্র ইন্ডিগো ফ্লাইটই বাতিল করা হচ্ছে ৩৫-৪০টি। রোজ এতগুলি বিমান বাতিল থাকতে পারে। সব মিলিয়ে এই সংখ্যাটা দাঁড়াতে পারে প্রায় ৩০০টি।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ভিস্তারা বিমান সংস্থার অন্তত ২৫টি বিমান রোজ বাতিল করা হচ্ছে। এই সময়কালের মধ্যে তাদের অন্তত ২০০টি বিমান বাতিল করা হচ্ছে। এরপর এয়ার ইন্ডিয়া সহ অন্যান্য় সংস্থার বিমান রয়েছে। সেক্ষেত্রে বিমান বাতিলের সংখ্য়া বেড়ে গিয়ে অন্তত ৭০০ হতে পারে। এদিকে একে তো কুয়াশার মারাত্মক দাপট। তার জেরে একাধিক বিমানের সময়ের গন্ডগোল হচ্ছে। এনিয়ে বাসিন্দাদের মধ্য়ে ক্ষোভও ছড়াচ্ছে। তবে তার মধ্য়েই এবার সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বিমান বাতিল করা হচ্ছে। মূলত সুরক্ষার কথা মাথায় রেখেই বিমান বাতিল করা হচ্ছে।

সেক্ষেত্রে দিল্লিতে আসা বা দিল্লি থেকে অন্য়ত্র যাওয়ার জন্য এই দিনগুলির মধ্য়ে যদি আপনাদের ফ্লাইট থাকে তবে অবশ্য়ই বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে নিন। আপনার বিমান বাতিল হল কি না সেটা আগাম জেনে নিন।