শিলিগুড়িতে হর্ষবর্ধন শ্রীংলার রাম–পুজোতে আমন্ত্রিত শঙ্কর ঘোষ, ব্রাত্য থাকলেন বিস্তা

গুঞ্জনটা শুরু হয়েছিল আগেই। এবার সেটা এখনও বাস্তবায়িত না হলেও বিষয়টি নিয়ে চর্চা চলেই যাচ্ছে। আর হর্ষবর্ধন শ্রীংলা দার্জিলিং লোকসভা আসনে নিজের উপস্থিতি বাড়িয়েই চলেছেন। তিনি প্রার্থী হবেন এই কেন্দ্রে বলেই গুঞ্জন। কারণ তিনি ভূমিপুত্র। আর এটাই সবার মধ্যে উসকে দিয়ে একমাস ধরে শিলিগুড়িতে ঘাঁটি গেড়ে বসেছেন। পাহাড় থেকে সমতলে তাঁর উজ্জ্বল উপস্থিতি দেখা যাচ্ছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে কাজ শুরু করেছেন প্রাক্তন এই বিদেশসচিব। তার উপর শ্রীংলা ঘোষণা করেন, ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন তিনি শিলিগুড়ির প্যাটেল রোডের বাড়িতে থেকে পুজো করবেন। আর ওই পুজো উপলক্ষ্যে তাঁর বাড়িতে সাধারণ মানুষ থেকে স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ–সহ অনেককেই আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে হর্ষবর্ধন শ্রিংলার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আবার গুঞ্জন চরমে উঠেছে। নতুন করে এই লোকসভা আসনে বিজেপির প্রার্থী হওয়া নিয়ে জোর আলোড়ন পড়ে গিয়েছে। যদিও এই নিয়ে বিজেপির পক্ষ থেকে কোনও সিলমোহর দেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদী আমলা জয়শঙ্করকেই বিদেশমন্ত্রী বানিয়েছেন। সেই পথ ধরে প্রাক্তন এই আমলাই কি তবে পরবর্তী প্রার্থী?‌ রাজু বিস্তাকে সরিয়ে কি দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রীংলা? যদিও শ্রীংলা নিজে বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার এবং দেশের সেবায় কাজ করছি। ভারতীয় নাগরিক হিসাবে দেশের মানুষের জন্য কাজের অধিকার আমার রয়েছে। সেটাই করছি।’

অন্যদিকে শ্রীংলা যখন মানুষের সঙ্গে কথা বলছেন, মিছিল করছেন, ঘুরে বেড়াচ্ছেন তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জিএনএলএফ সভাপতি মন ঘিসিংকে নিয়ে গিয়েছিলেন সাংসদ রাজু বিস্তা। তাঁদের সঙ্গী ছিলেন কল্যাণ দেওয়ান। আবার অরুণ মণ্ডল সমতলে রাজু বিস্তার হয়ে কাজের ফিরিস্তি দিয়ে বৃহস্পতিবার থেকে প্রচারে নেমেছেন। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার কথায়, ‘উনি কী করছেন না করছেন সেটা ওঁর ব্যক্তিগত ব্যাপার। লোকসভা নির্বাচনে কে প্রার্থী হবে সেটা দলের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন।’ তবে হর্ষবর্ধন শ্রীংলার বক্তব্য, ‘‌সমস্যা মেটাতে আমার যতটা ক্ষমতা, সেটাই করছি।’

আরও পড়ুন:‌ পরীক্ষার সময় এগিয়ে আনা নিয়ে আপত্তি তুললেন শিক্ষকরা, মুখ্যমন্ত্রীকে চিঠি শিক্ষক সমিতির

কীসের সমস্যা মেটাতে কাজ করছেন শ্রীংলা?‌ বিজেপি সাংসদ কি তা করতে পারছেন না?‌ উঠতে শুরু করেছে প্রশ্ন। জবাবে বিজেপির পাহাড়ের সভাপতি কল্যাণ দেওয়ান এবং সমতলের সভাপতি অরুণ মণ্ডল বলেন, ‘প্রাক্তন বিদেশসচিব নিজেকে লোকসভায় দলের সম্ভাব্য প্রার্থী হিসাবে তুলে ধরছেন। এতে নেতা–কর্মী, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। ওঁকে এই সব বন্ধ করতে বলা হচ্ছে।’ সুতরাং দলের অন্দরে একটা ডামাডোল লেগে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। তার মধ্যে আবার তিনি রাম পুজো করবেন। এই বিষয়ে শ্রীংলা বলেছেন, ‘‌শঙ্কর ঘোষকে বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। উনি আসুন এটাই চাই।’‌ ব্রাত্য থাকছেন রাজু বিস্তা।