Dan Lawrence to join England squad for India series as Harry Brook returns home get to know

লন্ডন: ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড স্কোয়াডে ঢুকে পড়লেন ডান লরেন্স। হ্যারি ব্রুক স্কোয়াড থেকে নাম তুলে নেওয়ার পরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে লরেন্সের নাম ঘোষণা করা হয়। ২৬ বছরের লরেন্স সারের হয়ে খেলেন। এর আগে এখনও পর্যন্ত ১১ টি টেস্ট খেলেছেন লরেন্স। ৫৫১ রান করেছেন দেশের জার্সিতে। সর্বোচ্চ ৯১। ২০২২ সালের পর আর টেস্ট খেলেননি লরেন্স।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দেশে ফিরে গেলেন হ্যারি ব্রুক। তাঁর দেশে ফেরার কথা জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন ব্রুক। একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই সময় ব্রুকের পরিবারকে দয়া করে বিরক্ত করবেন না। সংবাদমাধ্যমের কাছে বোর্ডের অনুরোধ, ওদের একা থাকতে দিন। ওদের অনুরোধকে সম্মান করুন।’’

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, এই সিরিজ়ে আর ফিরবেন না ব্রুক। তিনি না থাকায় টিম কম্বিনেশনে সমস্যা হবে। কয়েক দিনের মধ্যেই ব্রুকের পরিবর্ত ঘোষণা করবে তারা। কিন্তু ঠিক কী কারণে ব্রুককে দেশে ফিরতে হল সে বিষয়ে বোর্ড কিছু জানায়নি।

দরজায় কড়া নাড়ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ভারতের মাটিতে পাঁচটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ইংল্যান্ড। আর সেই সিরিজে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বিরাট কোহলির ফর্ম। কোহলির ব্যাট সিরিজের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে বলে মনে করছেন অনেকে।           

 ব্যাট হাতে মাঠে নামলেই তিনি রেকর্ড গড়েন। এটাকে রীতিমত অভ্যেসে পরিণত করে ফেলেছেন তিনি। ইংল্য়ান্ডের (India vs England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও (Test Series) নতুন রেকর্ড গড়ার হাতছানি বিরাট কোহলির (Virat Kohli) সামনে। কিছুদিন আগেই বিশ্বকাপের মঞ্চে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ৪৯ ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড টপকে গিয়েছিলেন বিরাট (Virat Kohli)। তিনি বর্তমানে ৫০ শতরানের মালিক। এবার আসন্ন টেস্ট সিরিজের পাঁচ ম্য়াচ সময় পাচ্ছেন কিং কোহলি। নিজের টেস্ট কেরিয়ারের ৯ হাজার রান পূরণ করার। আগামী ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। 

টেস্টে দেশের জার্সিতে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক বিরাট এই মুহূর্তে। ১১৩ টেস্টে ৮৮৪৮ রান করেছেন তিনি। অর্থার আর ১৫২ রান করলেই টেস্টে ৯ হাজার রানের মালিক হয়ে যাবেন তিনি। টেস্টে নিজের নামের পাশে ২৯টি অর্ধশতরান ও ৩০টি সেঞ্চুরি রয়েছে কোহলির। 

          

আরও দেখুন