Suvendu Adhikari: শুভেন্দুর গড়ে কুপোকাত বিজেপি, সমবায় ভোটে বিপুল জয় তৃণমূলের

ফের কুপোকাত হল গেরুয়া শিবির। সমবায় নির্বাচনে দাঁড়াতে পারল না বিজেপি। রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুর। সেখানে শহিদ মাতঙ্গিনী ব্লকের কাকটিয়া হোগলা ডুমরা যশোমন্তপুর সমবায় ভোট অনুষ্ঠিত হয়েছিল। আর সেই ভোটে দাঁড়াতেই পারল না বিজেপি। সামনেই লোকসভা ভোট। সেই সঙ্গেই দেশজুড়ে রামচন্দ্রকে ঘিরে আবেগ।তার মধ্য়েই মন খারাপের খবর বিজেপির জন্য। 

সব মিলিয়ে এই সমবায়ে আসন সংখ্য়া ১২টি। তার মধ্যে ১১টিতে জয়লাভ করেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিজেপি মাত্র ১টি আসন পেয়েছে। সেটাও আবার টসে জিতে জয় পেয়েছে বিজেপি। 

এদিকে পূর্ব মেদিনীপুর শুভেন্দুর গড় বলেই পরিচিত। এখানকার নন্দীগ্রাম বিধানসভায় জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে পরাজিত করেছিলেন তিনি। তবে কি লোকসভা ভোটের আগে এলাকায় বিজেপি সংগঠনে ধস নামতে শুরু করেছে?

এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, লোকসভা ভোটের আগে সমবায় ভোটে দল যেভাবে জয় পেয়েছে তাতে কর্মীরা আরও উৎসাহিত। পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে গেলেও লোকসভা নির্বাচনে আস্তে আস্তে আবার পরিবর্তন ঘটছে। আমরা আশাবাদী লোকসভা নির্বাচনে আমরা ভালো ফল করব তমলুক লোকসভায়। 

কার্যত এই জয় নতুন উৎসাহ যোগাচ্ছে তৃণমূলের অন্দরে। বেশ মন মরা বিজেপি শিবির। তৃণমূল শিবিরে রীতিমতো উল্লাস দেখা যাচ্ছে। সব মিলিয়ে এই ভোটের ফলাফল কার্যত বিজেপি শিবিরের কাছে অত্যন্ত হতাশাজনক। কীভাবে এই ফলাফল থেকে ঘুরে দাড়ানো সম্ভব তা ভেবে কূল কিনারা পাচ্ছে না গেরুয়া শিবির।